বিপাকে টিকটক ব্যবহারকারীরা, কেন?

টিকটকরয়টার্স

জনপ্রিয় বিভিন্ন শিল্পীর গাওয়া গানের পরিবেশক সংস্থা ইউনিভার্সাল মিউজিক গ্রুপের (ইউএমজি) সঙ্গে টিকটকের দ্বন্দ্বের জেরে বেশ ভালোই বিপাকে পড়েছেন টিকটক ব্যবহারকারীরা। ইউএমজির সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ায় এরই মধ্যে নিজেদের প্ল্যাটফর্ম থেকে টেইলর সুইফট, জাস্টিন বিবার, আরিয়ানা গ্রান্ডে, দ্য উইক্যান, ড্রেক ও কোল্ড প্লের মতো জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডের গান ব্যবহারের সুযোগ বন্ধের পাশাপাশি আগে প্রকাশিত ভিডিও থেকে গানগুলো মুছে ফেলেছে টিকটক। এবার ইউএমজির সঙ্গে চুক্তিবদ্ধ গীতিকারদের লেখা গানগুলোও মুছে ফেলার কার্যক্রম শুরু করেছে চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি।

ইউএমজির পরিবেশন করা এবং স্বত্ব থাকা সব গান নিজেদের প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার কার্যক্রম শুরু হয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে টিকটক কর্তৃপক্ষ। নতুন এ উদ্যোগের আওতায় ইউএমজির সঙ্গে চুক্তিবদ্ধ গীতিকারদের লেখা গানগুলোও টিকটক ভিডিও থেকে মুছে ফেলা হচ্ছে। ফলে টিকটক ভিডিওতে ইউএমজির তালিকাভুক্ত কোনো শিল্পী ও গীতিকারের গান শোনা যাবে না।

আরও পড়ুন

উল্লেখ্য, টিকটকের সঙ্গে দ্বন্দ্ব শুরুর পর চুক্তি নবায়নের জন্য বেশ কয়েকটি শর্ত জুড়ে দেয় ইউএমজি কর্তৃপক্ষ। কিন্তু ইউএমজির দেওয়া শর্ত মানতে রাজি হয়নি টিকটক। আর তাই ৩১ জানুয়ারি চুক্তির মেয়াদ শেষ হলেও তা নবায়ন করেনি ইউএমজি।

আরও পড়ুন

টিকটক ভিডিওতে ব্যবহৃত প্রায় ৩০ শতাংশ গানেরই মেধাস্বত্ব রয়েছে ইউএমজির দখলে। আর তাই ইউএমজি ও টিকটকের দ্বন্দ্বের কারণে নিজেদের তৈরি ভিডিওতে বেশির ভাগ জনপ্রিয় গানই ব্যবহার করতে পারবেন না টিকটক ব্যবহারকারীরা।

সূত্র: টেক ক্র্যাঞ্চ

আরও পড়ুন