সবচেয়ে বেশি কর্মী রয়েছে যে ১০ প্রযুক্তি প্রতিষ্ঠানে

সবচেয়ে বেশি কর্মী থাকা প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে অ্যামাজনরয়টার্স

অর্থনৈতিক মন্দার আশঙ্কায় বছরের শুরুতেই অ্যামাজন, মাইক্রোসফট, গুগলসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে। শুধু গত জানুয়ারি মাসেই প্রায় এক লাখ কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ সে সময় প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার ৩০০ কর্মী চাকরি হারিয়েছেন। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধীরে ধীরে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাজের পরিধি বাড়ায় কর্মী ছাঁটাইয়ের সংখ্যা কমেছে। অনেকের মনেই প্রশ্ন, বর্তমানে সবচেয়ে বেশি কর্মী রয়েছে কোন প্রযুক্তি প্রতিষ্ঠানে। কেউ আবার মনে মনে যেসব প্রতিষ্ঠানের কথা ভাবেন, সেগুলো কিন্তু কর্মিসংখ্যার বিচারে বেশ পিছিয়ে রয়েছে। কর্মিসংখ্যার বিচারে শীর্ষ ১০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকা দেখে নেওয়া যাক—

১. অ্যামাজন

বর্তমানে কর্মীর সংখ্যার বিচারে শীর্ষ রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। জেফ বেজোসের মালিকানাধীন প্রযুক্তি প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা বর্তমানে প্রায় ১৪ লাখ ৬১ হাজার। প্রতিষ্ঠানটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। তবে বিভিন্ন দেশে কার্যালয় রয়েছে প্রতিষ্ঠানটির।

২. ফক্সকন

কর্মীর সংখ্যার বিচারে অ্যামাজনের পরেই রয়েছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘ফক্সকন’। মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা বর্তমানে ৮ লাখ ২৬ হাজার ৬০৮ জন।

৩. অ্যাকসেঞ্চার

আয়ারল্যান্ডভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাকসেঞ্চার বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি সেবা ও কারিগরি পরামর্শ দিয়ে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মী প্রায় ৭ লাখ ৩৮ হাজার।  

৪. টাটা কনসালট্যান্সি সার্ভিসেস

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারতের টাটা গ্রুপের ‘টাটা কনসালট্যান্সি সার্ভিস’। প্রযুক্তি ও ব্যবস্থাপনাবিষয়ক পরামর্শ দেওয়া প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা বর্তমানে ৬ লাখ ১৪ হাজার ৭৯৫ জন।

৫. টেলিপারফরম্যান্স

ফ্রান্সভিত্তিক ডিজিটাল ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান টেলিপারফরম্যান্সের কর্মীর সংখ্যা প্রায় ৪ লাখ ১০ হাজার। প্রযুক্তিগত পরামর্শ দেওয়ার পাশাপাশি টেলিমার্কেটিংয়ের মাধ্যমে পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি।

৬. কগনিজেন্ট

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান কগনিজেন্টের কর্মীর সংখ্যা প্রায় ৩ লাখ ৫১ হাজার ৫০০। প্রযুক্তির আধুনিকায়ন, বিপণন, ইন্টারনেট নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ ইত্যাদি বিষয়ে পরামর্শ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

৭. ইনফোসিস

সবচেয়ে বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানের তালিকায় সাত নম্বরে রয়েছে ভারতের সফটওয়্যার নির্মাতা ও পরামর্শক প্রতিষ্ঠান ‘ইনফোসিস’। প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা প্রায় ৩ লাখ।

৮. সিমেনস

জার্মানিভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিমেনসের কর্মীর সংখ্যা প্রায় ৩ লাখ ১৬ হাজার।

৯. আইবিএম

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের কর্মীর সংখ্যা বর্তমানে ২ লাখ ৮৮ হাজার ৩০০ জন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির পাশাপাশি সফটওয়্যারও তৈরি করে। ক্লাউড কম্পিউটিং, তথ্য ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কাজ করে প্রতিষ্ঠানটি।

১০. মাইক্রোসফট

সবচেয়ে বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানের তালিকায় সবার শেষে রয়েছে মাইক্রোসফট। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা প্রায় ২ লাখ ২১ হাজার।
সূত্র: গ্যাজেটস নাউ