প্রযুক্তির এই দিনে: ৬ এপ্রিল

ছবিভিত্তিক গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (জিইউআই) সুবিধা দিয়ে আইবিএম ঘরানার কম্পিউটারের জন্য উইন্ডোজ ৩.১ অপারেটিং সিস্টেম প্রকাশ করে মাইক্রোসফট করপোরেশন।

কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

৬ এপ্রিল ১৯৯২
উইন্ডোজ ৩.১ প্রকাশ করল মাইক্রোসফট
ছবিভিত্তিক গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (জিইউআই) সুবিধা দিয়ে আইবিএম ঘরানার কম্পিউটারের জন্য উইন্ডোজ ৩.১ অপারেটিং সিস্টেম প্রকাশ করে মাইক্রোসফট করপোরেশন। তবে পারসোনাল কম্পিউটারের জন্য জিইউআই এটাই প্রথম ছিল না। উইন্ডোজ ৩.১ অপারেটিং সিস্টেমের খুচরা মুল্য ছিল ১৪৯ মার্কিন ডলার। এটি আগের লিখিত নির্দেশনা ভিত্তিক অপারেটিং সিস্টেম ডসের (ডিস্ক অপারেটিং সিস্টেম) স্থলাভিষিক্ত হয়। মাইক্রোসফট অ্যাপল ম্যাকিনটোশ কম্পিউটারের জন্যও একই ধরনের প্রোগ্রাম তৈরি করেছিল। কপিরাইট লঙ্ঘণের জন্য অ্যাপল তখন মাইক্রোসফটের বিরুদ্ধে মামলাও করে। তবে পরে আদালতের রায়ে মাইক্রোসফট সেই মামলায় জয়লাভ করে।

উইন্ডোজ ৩.১–এ সাউন্ডকার্ড. মিডি ও সিডি অডিও, সুপার ভিজিএ মনিটরের জন্য মাল্টিমিডিয়া এক্সটেনশন যুক্ত করা হয়। পাশাপাশি এই অপারেটিং সিস্টেমে মডেমের গতিও বাড়ানো হয়। উইন্ডোজ ৩.১ মডেমে প্রতি সেকেন্ডে ৯৬০০ বিট গতি পর্যন্ত সমর্থন করত। এই অপারেটিং সিস্টেম লেখার ফন্ট ছোটবড় করার সুবিধা যোগ করা হয়েছিল। কম্পিউটার রিস্টার্ট করার জন্য Ctrl+Alt+Del নির্দেশনা এতেই প্রথম ব্যবহার করা হয। এতে ওএলই (অবজেক্ট লিংকিং অ্যান্ড এমবেডিং) ধারণা যুক্ত করা হয়। তাই উইন্ডোজ ৩.১ ব্যবহারকারিরা এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে কাট ও পেস্ট সুবিধা পান।

প্রযুক্তির এই দিনে: ৬ এপ্রিল
৬ এপ্রিল ১৯৯২
উইন্ডোজ ৩.১ প্রকাশ করল মাইক্রোসফট
ছবিভিত্তিক গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (জিইউআই) সুবিধা দিয়ে আইবিএম ঘরানার কম্পিউটারের জন্য উইন্ডোজ ৩.১ অপারেটিং সিস্টেম প্রকাশ করে মাইক্রোসফট করপোরেশন। তবে পারসোনাল কম্পিউটারের জন্য জিইউআই এটাই প্রথম ছিল না। উইন্ডোজ ৩.১ অপারেটিং সিস্টেমের খুচরা মূল্য ছিল ১৪৯ মার্কিন ডলার। এটি আগের লিখিত নির্দেশনাভিত্তিক অপারেটিং সিস্টেম ডসের (ডিস্ক অপারেটিং সিস্টেম) স্থলাভিষিক্ত হয়। মাইক্রোসফট অ্যাপল ম্যাকিনটোশ কম্পিউটারের জন্যও একই ধরনের প্রোগ্রাম তৈরি করেছিল। কপিরাইট লঙ্ঘনের জন্য অ্যাপল তখন মাইক্রোসফটের বিরুদ্ধে মামলাও করে। তবে পরে আদালতের রায়ে মাইক্রোসফট সেই মামলায় জয়লাভ করে।
উইন্ডোজ ৩.১–এ সাউন্ড কার্ড, মিডি ও সিডি অডিও, সুপার ভিজিএ মনিটরের জন্য মাল্টিমিডিয়া এক্সটেনশন যুক্ত করা হয়। পাশাপাশি এই অপারেটিং সিস্টেমে মডেমের গতিও বাড়ানো হয়। উইন্ডোজ ৩.১ মডেমে প্রতি সেকেন্ডে ৯ হাজার ৬০০ বিট গতি পর্যন্ত সমর্থন করত। এই অপারেটিং সিস্টেম লেখার ফন্ট ছোট–বড় করার সুবিধা যোগ করা হয়েছিল। কম্পিউটার রিস্টার্ট করার জন্য Ctrl+Alt+Del নির্দেশনা এতেই প্রথম ব্যবহার করা হয়। এতে ওএলই (অবজেক্ট লিংকিং অ্যান্ড এমবেডিং) ধারণা যুক্ত করা হয়। তাই উইন্ডোজ ৩.১ ব্যবহারকারী ব্যক্তিরা এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে কাট ও পেস্ট সুবিধা পান।
৬ এপ্রিল ২০১৪
এইচবিওতে ‘সিলিকন ভ্যালি’ সিরিজ মুক্তি পায়
মাইক জাজ, জন অ্যাল্টস্কুলার ও ডেভ ক্রিনসকি নির্মিত ‘সিলিকন ভ্যালি’ কমেডি সিরিজের সম্প্রচার শুরু করে এইচবিও টিভি চ্যানেল। এই সিরিজে যুক্তরাষ্ট্রের ‘সিলিকন ভ্যালি’র প্রযুক্তিশিল্পের সংস্কৃতি প্যারোডির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। সিরিজের মূল কাহিনি ছিল রিচার্ড হেন্ডরিকস নামের একজন প্রোগ্রামারকে ঘিরে। তিনি পাইড পাইপার নামে একটি উদ্ভাবনী উদ্যোগ বা স্টার্টআপ গড়ে তোলেন। এরপর বড় বড় কোম্পানির সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতার লড়াই শুরু হয়। তারপর মজার মজার সব ঘটনা ঘটতে থাকে। সিরিজে রিচার্ড হেন্ডরিকসের চরিত্রে অভিনয় করেন টমাস মিডলডিচ। আরও অভিনয় করেন টি জে মিলার, জস ব্রেনার, মার্টিন স্টার, কুমাইল নানজিয়ানি, জ্যাক উডস, আমানডা ক্রু, ম্যাট রস ও জিমি ও ইয়াং। চিত্রনাট্য ও এর রসবোধের জন্য সমালোচকদের প্রশংসা পায় সিরিজটি। ৬টি সিজনে ৫৩টি পর্ব চলে ‘সিলিকন ভ্যালি’। সিরিজটি শেষ হয় ২০১৯ সালের ৮ ডিসেম্বর।