ইনস্টাগ্রামে উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও পোস্ট করবেন যেভাবে

ইনস্টাগ্রামে উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও পোস্ট করা যায়মেটা

পারিবারিক অনুষ্ঠান, ছুটিতে ঘুরে বেড়ানোসহ দৈনন্দিন বিভিন্ন আয়োজনের ছবি ও ভিডিও নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করেন অনেকেই। তবে পোস্ট করার সময় ছবি বা ভিডিওর রেজল্যুশন স্বয়ংক্রিয়ভাবে কমে যায় ইনস্টাগ্রামে। এর ফলে কম ইন্টারনেট ডেটা খরচ করে দ্রুত পোস্ট প্রকাশ করা গেলেও ছবি ও ভিডিওর মান খুব বেশি ভালো হয় না। তবে চাইলেই ইনস্টাগ্রামে উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও পোস্ট করা যায়।

উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও পোস্ট করার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপের বাঁ দিকের নিচে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন থেকে ‘ইউর অ্যাপ অ্যান্ড মিডিয়া’ অপশনের নিচে থাকা ‘ডেটা ইউজেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি’ নির্বাচন করতে হবে। এবার পরবর্তী পেজ থেকে ‘আপলোড অ্যাট হায়েস্ট কোয়ালিটি’ টগল চালু করলেই ইনস্টাগ্রামে ভালো মানের ছবি ও ভিডিও আপলোড করা যাবে। সেটিংস পরিবর্তনের পর অ্যাপটি পুনরায় চালু করে ছবি বা ভিডিও আপলোড করতে হবে।

আরও পড়ুন