ইউটিউবের আদলে কমিউনিটি নীতিমালা না মানলে ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের স্ট্রাইক দেওয়ার পরিকল্পনা করেছে টিকটক। এরই মধ্যে স্ট্রাইক পদ্ধতি চালুর জন্য কাজও শুরু করেছে ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি। নতুন এ পদ্ধতি চালু হলে টিকটকের নীতিমালা ভঙ্গকারী ব্যক্তিদের অপরাধের ধরন অনুযায়ী এক বা একাধিক স্ট্রাইক দেওয়া হবে। একাধিক স্ট্রাইক পাওয়ার পরও সতর্ক না হলে অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন

চালু না থাকলেও গোপনে তথ্য সংগ্রহ করতে পারে টিকটক

বর্তমানে নীতিমালা ভঙ্গ করলে অ্যাকাউন্ট স্থগিতসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকে টিকটক। কিন্তু এ পদ্ধতিতে আগের অপরাধগুলো বিবেচনা না করায় একই ধরনের অপরাধ বারবার করেন অনেকে।

এ বিষয়ে টিকটকের পণ্য বিভাগের প্রধান জুলি ডি বেলিয়ানকোর্ট জানিয়েছেন, টিকটক ব্যবহারকারীদের একই ধরনের নীতিমালা ভঙ্গের প্রবণতা বেড়েছে। আর তাই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও একই ধরনের অপরাধ করেন ৯০ শতাংশ ব্যক্তি। এ সমস্যা সমাধানে স্ট্রাইক পদ্ধতি চালুর পরিকল্পনা করেছে টিকটক।

আরও পড়ুন

বাংলাদেশে কিশোর ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা বাড়াচ্ছে টিকটক

আসছে ‘রিফ্রেশ’ বাটন

টিকটকের ফর ইউ ফিডে সাধারণত ব্যবহারকারীদের আগ্রহ বুঝে বিভিন্ন ভিডিও দেখানো হয়। তবে সব সময় ভিডিওগুলো পছন্দ হয় না অনেকের। এ সমস্যা সমাধানে রিফ্রেশ বাটন চালু করতে যাচ্ছে টিকটক। বাটনটিতে ক্লিক করলেই ফর ইউ ফিডে নতুন ভিডিও দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে একাধিকবার রিফ্রেশ বাটন ব্যবহার করতে পারবেন। শিগগিরই ফর ইউ ফিডে রিফ্রেশ বাটনের কার্যকারিতা পরখ করা হবে বলে জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

এখন ঘুমাতে যান, বলবে টিকটক