লক স্ক্রিন–সুবিধা চালু থাকলে নির্দিষ্ট পাসওয়ার্ড বা প্যাটার্ন ছাড়া ফোন চালু করা যায় না। তাই ফোনের নিরাপত্তায় আমরা অনেকেই লক স্ক্রিন ব্যবহার করে থাকি। কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে এত দিন চাইলেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের লক স্ক্রিন পাসওয়ার্ড বা প্যাটার্ন ছাড়াই খুলে ফেলা যেত।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এ ত্রুটির সন্ধান পেয়েছেন নিরাপত্তা–গবেষক ডেভিড স্কুজ। কোনো সফটওয়্যার বা বিশেষ টুল ছাড়াই এক মিনিটের মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা নিজের পিক্সেল ফোনের লক স্ক্রিন বিকল্প উপায়ে খুলে দেখান তিনি। তাঁর দাবি, অন্যান্য প্রতিষ্ঠানের অ্যান্ড্রয়েড ফোনেও এ সমস্যা থাকতে পারে।
বিষয়টি জানার পর দ্রুত লক স্ক্রিনের ত্রুটি সমাধান করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নিরাপত্তা হালনাগাদ করেছে গুগল। শুধু তাই নয়, ত্রুটির সন্ধান পাওয়ায় ডেভিড স্কুজকে ৭০ হাজার ডলার পুরস্কারও দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ ও ব্লিপিং কম্পিউটার ডটকম