মানসিক স্বাস্থ্য নিয়ে বাংলাদেশে টিকটকের বিশেষ প্রচারণা
গতকাল ১০ অক্টোবর ছিল ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’। এ উপলক্ষে ব্যবহারকারীদের মধ্যে মানসিক স্বাস্থ্যসচেতনতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও বিশেষ প্রচারণা শুরু করেছে চীনের ভিডিও–নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। ‘#মেন্টালহেলথ অ্যাওয়ারনেস: বেটার টুগেদার’ শিরোনামের এ প্রচারণা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো এ প্রচারণার মূল উদ্দেশ্য। এ জন্য বাংলাদেশের জনপ্রিয় বেশ কয়েকজন কনটেন্ট নির্মাতা, নেতৃস্থানীয় ব্যক্তি, ব্র্যাক এবং ইউনিসেফের সঙ্গে কাজ করছে টিকটক। টিকটকের ওয়েলনেস হাব পেজে মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ভিডিও প্রকাশ করা হয়েছে। টিকটক ব্যবহারকারীরা মানসিক সুস্থতা বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং গল্প ‘#মেন্টালহেলথ’ এবং ‘#সেলফকেয়ার’ হ্যাশট্যাগের মাধ্যমে পোস্ট করে এ প্রচারণায় অংশ নিতে পারবেন।
নতুন এ প্রচারণার বিষয়ে টিকটকের কনটেন্ট নির্মাতা নানজিবা বলেন, ‘মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করতে টিকটকের উদ্যোগটি প্রশংসনীয়। নিজের অভিজ্ঞতা অন্যদের কাছে তুলে ধরতে এটি একটি দারুণ সুযোগ।’
টিকটকের মানসিক স্বাস্থ্যসচেতনতা প্রচারের উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্র্যাক জানিয়েছে, ‘এ ধরনের প্রচারাভিযান মানসিক স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ।’
টিকটকে মানসিক স্বাস্থ্যবিষয়ক ভিডিওগুলো বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। টিকটকে থাকা মানসিক স্বাস্থ্যবিষয়ক ভিডিওগুলো এরই মধ্যে ১০ হাজার কোটির বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া নিজের যত্নবিষয়ক ভিডিওগুলো ৫ হাজার কোটিবার ও মানসিক স্বাস্থ্যসচেতনতা–বিষয়ক ভিডিওগুলো ২ হাজার ৫০০ কোটিবার দেখা হয়েছে।