বিট–বাইট

হোয়াটসঅ্যাপের নতুন আইওএস সংস্করণে ত্রুটি

গত ৩১ আগস্ট নতুন আইওএস সংস্করণ (২.২২. ১৮.৭৬) উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু এরই মধ্যে সংস্করণটিতে ত্রুটি দেখা দিয়েছে। এ ত্রুটির কারণে আইফোনের ‘চ্যাট মিউট’ সুবিধার সময় স্বয়ংক্রিয়ভাবে এক সপ্তাহের পরিবর্তে ৮ ঘণ্টা হয়ে যাচ্ছে। তবে অন্য সময়সীমা নির্ধারণ করলে কোনো সমস্যা হচ্ছে না। যেসব ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ হালনাগাদ করেছেন, তাঁরাই এ সমস্যার মুখোমুখি হচ্ছেন। পুরোনো সংস্করণের হোয়াটসঅ্যাপে এ সমস্যা হচ্ছে না।

সূত্র: এনডিটিভি

অক্টোবরে নতুন পণ্য আনছে গুগল

আগামী ৬ অক্টোবর নিজেদের তৈরি নতুন স্মার্টফোন, স্মার্টঘড়িসহ ইয়ারবার্ড আনছে গুগল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘মেড বাই গুগল’ নামের অনুষ্ঠানে পণ্যগুলো উন্মোচন করা হবে। গুগলের তথ্যমতে, অনুষ্ঠানে পিক্সেল ৭, পিক্সেল ৭ প্রো স্মার্টফোনের পাশাপাশি পিক্সেল বার্ডস প্রো এবং পিক্সেল ওয়াচ নামের স্মার্টঘড়ি উন্মুক্ত করা হবে। পরবর্তী প্রজন্মের গুগল টেন্সর প্রসেসরে চলা স্মার্টফোনগুলো নিরাপত্তাসুবিধা বৃদ্ধির পাশাপাশি কণ্ঠস্বর শনাক্তকরণ সুবিধা থাকবে।

সূত্র: ডেইলি মেইল

মনিটরের সঙ্গে যুক্ত সাউন্ডবার

আলাদাভাবে অন্য কোথাও নয়, সরাসরি মনিটরের নিচে যুক্ত করে ব্যবহার করা যাবে ‘বিওসাউন্ড থিয়েটার সাউন্ডবার’। ডেনমার্কের প্রযুক্তিপণ্য নির্মাতা ব্যাং অ্যান্ড ওলুফসেনের তৈরি সাউন্ডবারটি টেলিভিশনের সঙ্গেও ব্যবহার করা যায়।

সূত্র: ফোর্বস