ওয়েবসাইটে প্রবেশ না করেই লেখার কিছু অংশ পড়া যাবে গুগলে

নির্দিষ্ট প্রবন্ধের উল্লেখযোগ্য অংশ সংক্ষেপে দেখাবে গুগলরয়টার্স

নিজেদের সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স (এসজিই) প্রযুক্তিতে নতুন সুবিধা চালু করেছে গুগল। এসজিই হোয়াইল ব্রাউজিং নামের এ সুবিধা চালুর ফলে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ পদ্ধতির মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ না করেই নির্দিষ্ট লেখা বা নিবন্ধের উল্লেখযোগ্য অংশ পড়া যাবে। এর ফলে প্রবন্ধে গুরুত্বপূর্ণ তথ্য না থাকলে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না ব্যবহারকারীদের। এতে কম সময়ে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যাবে।

আরও পড়ুন

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (টুইটার) জানিয়েছেন, সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্সে নতুন হালনাগাদ এসেছে। এর ফলে জটিল বিষয়ের তথ্য ছবিসহ দেখার পাশাপাশি বড় নিবন্ধের উল্লেখযোগ্য অংশ সংক্ষেপে দেখা যাবে।

আরও পড়ুন

গুগলের সার্চ ফলাফলে অনেক সময় জটিল বিষয় বা শব্দ থাকে। এসজিইর নতুন এ সুবিধায় এসব জটিল বিষয় বা শব্দের ওপর মাউস রাখলেই সে বিষয়ের বিভিন্ন তথ্য ছবিসহ দেখা যাবে। পাশাপাশি আকারের বড় নিবন্ধের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষেপে দেখার সুযোগ মেলায় সহজে বিভিন্ন তথ্য জানার সুযোগ মিলবে। প্রাথমিকভাবে গুগলের সার্চ ল্যাবস প্রোগ্রামের সঙ্গে যুক্ত আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নতুন এ সুবিধা পরখ করতে পারবেন।

গত মে মাসে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স সুবিধা চালু করে গুগল। এ সুবিধার আওতায় গুগলে কোনো তথ্য খোঁজ করলে ফলাফল দেখানোর পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটের লিংক প্রদর্শন করে গুগল। এর ফলে নির্দিষ্ট আইকনে ক্লিক করে চাইলেই লিংকগুলোতে থাকা প্রয়োজনীয় তথ্যের বিস্তারিত জানা যায়। এর ফলে একাধিক ওয়েবসাইটে ক্লিক করতে হয় না।

সূত্র: গ্যাজেটস নাউ ও লাইভমিন্ট ডটকম