আইফোনের পর অ্যান্ড্রয়েড ফোনের জন্যও পাসকি সুবিধা চালু করছে এক্স

এক্সরয়টার্স

অ্যান্ড্রয়েড ফোন থেকেও প্রচলিত পাসওয়ার্ডের বদলে ‘পাসকি’ ব্যবহার করে নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। অ্যান্ড্রয়েড ফোনে পাসকি সুবিধা চালুর জন্য কাজও শুরু করেছে এক্স। এ বিষয়ে এক্স আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও খুদে ব্লগ লেখার সাইটটির কোড পর্যালোচনা করে শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য পাসকি সুবিধা চালু হবে বলে জানিয়েছেন ‘অ্যাসম্বলডিবাগ’ নামের এক ব্লগার।

গত জানুয়ারি মাসে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য লিখিত পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহারের সুযোগ চালু করে এক্স। পাসকি প্রযুক্তিতে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারা আগে থেকেই অনলাইনে সংরক্ষণ করা থাকে। ফলে আঙুলের ছাপ বা ফেস আইডি ব্যবহার করে ফোন আনলক করাসহ বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে ঢোকা যায়। ফলে হ্যাকাররা সহজে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারে না।

আরও পড়ুন

নতুন এ সুবিধা চালু হলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের মতো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদেরও এক্স অ্যাকাউন্টে প্রবেশের সময় পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। পাসকি পদ্ধতিতে মুখাবয়ব বা ফেস আইডি এবং স্পর্শনির্ভর টাচ আইডি ব্যবহারের ফলে এক্স অ্যাকাউন্ট বর্তমানের তুলনায় আরও নিরাপদে থাকবে।

আরও পড়ুন

উল্লেখ্য, পাসকি পদ্ধতিতে ব্যবহারকারীর শনাক্তকরণ, যেমন আঙুলের ছাপ বা স্ক্রিন লক পিন মূলত ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে সংযুক্ত থাকে। ক্রিপ্টোগ্রাফিক পাসকি ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে খাপ খাওয়ানো (সিনক্রোনাইজ করা) যায়। ফলে আঙুলের ছাপ বা স্ক্রিন লক পিন ব্যবহার করে যন্ত্র আনলক করার পাশাপাশি নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টে প্রবেশ করা যায়।

সূত্র: গ্যাজেটস ৩৬০

আরও পড়ুন