২২ সেপ্টেম্বর বাজারে আসে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স মডেলের আইফোন। কিন্তু আইফোন ১৫ প্রো মডেল কেনার পর অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, কিছুক্ষণ ব্যবহার করলেই আইফোন ১৫ প্রো দ্রুত গরম হয়ে যাচ্ছে। এর ফলে কিছু ক্ষেত্রে আইফোনের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে যাওয়ারও দাবি করেন তাঁরা। ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে ৪ অক্টোবর তড়িঘড়ি করে ‘আইওএস ১৭.০.৩’ সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল। তবে আইওএসের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরও আইফোন ১৫ প্রো দ্রুত গরম হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভারতের কর্ণাটকের বাসিন্দা আদর্শ কুমার দাবি করেছেন, অ্যাপলের তৈরি ম্যাগসেফ চার্জারের মাধ্যমে চার্জ করার সময় দ্রুত গরম হয়ে যাচ্ছে আইফোন ১৫ প্রো। এমনকি কোনো কাজ না করা অবস্থায়ও মাঝেমধ্যে গরম হয়ে যায় আইফোনটি। টাইটেনিয়াম খাপের কারণে গরম থাকা অবস্থায় আইফোন হাতে ধরে রাখা বেশ কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (টুইটার) ম্যাক্সওয়েন নামের এক ভুক্তভোগী দাবি করেছেন, আইওএস ১৭.০.৩ সংস্করণ ব্যবহারের পরও আইফোন ১৫ প্রো আগের মতোই গরম হয়ে যাচ্ছে। এমনকি অতিরিক্ত গরমের কারণে আইফোন চার্জও করা যাচ্ছে না। ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে অ্যাপল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে বিশেষজ্ঞদের মতে, আইফোনের থার্মাল প্রযুক্তিতে নকশাগত ত্রুটির কারণে এমনটি হতে পারে।
উল্লেখ্য, এবারই প্রথম লাইটনিং কানেক্টরের বদলে ইউএসবি সি পোর্ট সুবিধার আইফোন বাজারে এনেছে অ্যাপল। আর তাই মানহীন ইউএসবি সি কেব্ল ব্যবহারের কারণেও আইফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে বলে ধারণা করছেন অনেকে।
সূত্র: ডেইলি মেইল