আইওএস হালনাগাদ করল অ্যাপল, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে

আইওএস অপারেটিং সিস্টেম হালনাগাদ করেছে অ্যাপলরয়টার্স

বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করে আইওএসের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। ‘আইওএস ১৭.৪’ সংস্করণটিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেটস অ্যাক্ট অনুসরণ করে বেশ কিছু পরিবর্তন আনার পাশাপাশি নিরাপত্তা হালনাগাদ করা হয়েছে। এক্সএস সিরিজ, ১১ সিরিজ, এসই (দ্বিতীয় প্রজন্ম), ১২ সিরিজ, ১৩ সিরিজ, ১৪ সিরিজ ও ১৫ সিরিজের আইফোনে সংস্করণটি ব্যবহার করা যাবে। সংস্করণটিতে নতুন যেসব সুবিধা যুক্ত করা হয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক।

আইফোনে বিকল্প অ্যাপ স্টোর

আইওএস ১৭.৪ হালনাগাদ সংস্করণে বহুল প্রতীক্ষিত বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ চালু করা হয়েছে। এর ফলে অ্যাপলের অ্যাপ স্টোরের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামাতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। এ ছাড়া অ্যাপ নির্মাতাদের জন্য বিকল্প পেমেন্ট পদ্ধতি নির্বাচনের সুযোগও যুক্ত করা হয়েছে সংস্করণটিতে।

আরও পড়ুন

ডিফল্ট ব্রাউজার নির্বাচন

আইফোনে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ব্রাউজার ব্যবহার করা গেলেও ডিফল্ট হিসেবে সাফারি ব্রাউজার বিল্ট-ইন ভাবে যুক্ত থাকে। তবে নতুন সংস্করণটিতে সাফারি ছাড়াও অন্য যেকোনো ব্রাউজার ডিফল্ট ব্রাউজার হিসেবে নির্বাচন করা যাবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দের ব্রাউজার ব্যবহার করতে পারবেন।

বিভিন্ন অ্যাপে এনএফসি সুবিধা

আইওএস ১৭.৪ সংস্করণে তৃতীয় পক্ষের ব্যাংকিং ও ওয়ালেট অ্যাপে সহজেই নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি প্রযুক্তিসুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে আইফোন ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।

নতুন ইমোজি

নতুন সংস্করণে ২৮টি নতুন ইমোজি যুক্ত করেছে অ্যাপল। এসব ইমোজির মধ্যে রয়েছে মাশরুম, ফিনিক্স, ব্রোকেন চেইন ইত্যাদি।

আইওএস অ্যাপে বাড়তি নিরাপত্তা সুরক্ষা

আইওএসের নতুন সংস্করণটিতে ‘নোটারাইজেশন’ নামের নতুন একটি বাড়তি নিরাপত্তা সুরক্ষা যোগ করেছে অ্যাপল। যার ফলে আইফোনের অ্যাপে ম্যালওয়ার প্রতারণা, স্ক্যাম ও ক্ষতিকর আধেয় থেকে আগের তুলনায় বেশি সুরক্ষিত থাকা যাবে।

সূত্র: লাইভমিন্ট ডটকম