রিলস নির্মাতাদের অর্থ পুরস্কার দেবে না মেটা

রিলসমেটা

‘রিলস’ (স্বল্পদৈর্ঘ্যের ভিডিও) নির্মাতাদের জন্য দুঃসংবাদ। ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস পে’ কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা। ফলে নিজেদের তৈরি রিলস ভিডিওর দর্শক সংখ্যা বেশি হলেও কোনো অর্থ পাবেন না নির্মাতারা। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।

আরও পড়ুন

রিলস পে কার্যক্রমের আওতায় কোনো রিলস ভিডিও নির্দিষ্ট–সংখ্যক দর্শক দেখলেই নির্মাতাদের অর্থ দেয় মেটা। ফলে জনপ্রিয় ভিডিও নির্মাতারা রিলস ভিডিও তৈরি করে নিয়মিত আয় করতে পারেন। নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দর্শক সংখ্যার ভিত্তিতে মেটার কাছ থেকে অর্থ পাওয়া যাবে না। তবে বিজ্ঞাপন বা অন্যান্য খাত থেকে বর্তমানের মতোই আয় করা যাবে।

আরও পড়ুন

ছোট আকারের ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রিলস ভিডিও। শুরুতে ইনস্টাগ্রামে রিলস সুবিধা চালু করে মেটা। পরে ফেসবুকের জন্যও চালু করা হয়।

টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্প্রতি রিলস ভিডিও ধারণের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে ফেসবুক। এ সুবিধা কাজে লাগিয়ে ৬০ সেকেন্ডের পরিবর্তে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করা সম্ভব।