অ্যাডা লাভলেস দেখা করেন চার্লস ব্যাবেজের সঙ্গে

অ্যাডা লাভলেসের সঙ্গে দেখা হলো চার্লস ব্যাবেজের। বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলেস ১৮৩৩ সালের ৫ জুন ইংল্যান্ডে চার্লস ব্যবেজের সঙ্গে দেখা করেন।

অ্যাডা লাভলেস ও চার্লস ব্যাবেজউইকিপিডিয়া ও কম্পিউটার হিস্ট্রি

৫ জুন ১৮৩৩
অ্যাডা লাভলেস দেখা করেন চার্লস ব্যাবেজের সঙ্গে
বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলেস ১৮৩৩ সালের ৫ জুন ইংল্যান্ডে চার্লস ব্যবেজের সঙ্গে দেখা করেন। ব্যাবেজ তখন তাঁর তৈরি আদি গণনাযন্ত্রের জন্য পরিচিত। ব্যাবেজের ‘ডিফারেন্স ইঞ্জিন’ (১৮২৩) ও ‘অ্যানালিটিক্যাল ইঞ্জিন’ (১৮৩৪) ছিল আলোচিত। যদিও ব্যাবেজ এ দুই যন্ত্রের কাজ শেষ করতে পারেননি। যখন ব্যাবেজের ঘনিষ্ঠ বন্ধু অ্যাডা লাভলেস ব্যাবেজের তৈরি যন্ত্রের বর্ণনা প্রকাশ করলেন এবং এর ওপর কাজ শুরু করলেন, তখনই ব্যাবেজের যন্ত্র কার্যকর হলো। কম্পিউটারের জনক হিসেবে স্বীকৃতি পান ব্যাবেজ। আর অ্যাডা লাভলেস হয়ে উঠলেন পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার।
গণিতবিদ ও লেখক অ্যাডা লাভলেস (১০ ডিসেম্বর ১৮১৫–২৭ নভেম্বর ১৮৫২) ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। তাঁর প্রকৃত নাম অ্যাডা গর্ডন। তবে পিতা চাইতেন বলে, বায়রন যোগ করা হতো অ্যাডার নামের সঙ্গে। পরে এডওয়ার্ড কিংকে বিয়ে করার পর নাম হয় অ্যাডা কিং। এডওয়ার্ড কিং ব্রিটিশ সরকারের ‘দি আর্ল অব লাভলেস’ খেতাব পাওয়ার পর অ্যাডা হয়ে ওঠেন ‘দ্য কাউন্টেস অব লাভলেস’। পরে তিনি অ্যাডা লাভলেস হিসেবে পরিচিত হন। অ্যাডা লাভলেসের কারণে কার্যকর হয়ে উঠেছিল চার্লস ব্যাবেজের আদি গণনা যন্ত্র, যা আজকের কম্পিউটার জগতের ভিত।

রয়টার্স

৫ জুন ২০০১
নেভাদায় অনলাইন জুয়া বৈধ হয়
এ দিনে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের আইনসভা ইন্টারনেটভিত্তিক অনলাইন জুয়ার বৈধতা দেয়। আইনসভায় অনলাইন জুয়ার জন্য লাইসেন্স দেওয়ার পক্ষে বেশি ভোট পড়েছিল। সে সময় অনলাইন জুয়া নিয়ে প্রবল বিতর্ক ছিল, তারপরও যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্য এর প্রবল ব্যবসায়িক সম্ভাবনা দেখে প্রথম আইনগত বৈধতা দেয়।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি, কম্পিউটার হোপ ও নিউ ইয়র্ক টাইমস