ইউটিউবে আসছে অনলাইন গেম

ইউটিউবরয়টার্স

ইউটিউবে সরাসরি ভিডিও গেম খেলা না গেলেও গেম খেলার ভিডিও দেখা যায়। গেম খেলার এসব ভিডিও গেমারদের কাছে খুবই জনপ্রিয়। আর তাই এবার অনলাইনে সরাসরি ভিডিও গেম খেলার সুযোগ দিতে ‘প্লেঅ্যাবলস’ (Playables) নামের সুবিধা চালু করতে যাচ্ছে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইটটি। এরই মধ্যে নতুন এ সুবিধা সব কর্মীকে পরখ করে দেখার জন্য ই-মেইল পাঠিয়েছে ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগল।

প্লেঅ্যাবলস সুবিধা কাজে লাগিয়ে স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার থেকেও ইউটিউবে গেম খেলা যাবে। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। ইউটিউবে ভিডিও দেখার আদলেই অনলাইন গেম অপশন চালু করে ভিডিও গেম খেলা যাবে। তবে চাইলেই ইচ্ছেমতো বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি গেম খেলার সুযোগ মিলবে না।

আরও পড়ুন

ইউটিউবে কোন ধরনের গেম খেলা যাবে বা একসঙ্গে কতজন গেম খেলতে পারবেন, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে প্লেঅ্যাবলস সুবিধা পরখ করা এক ব্যক্তি জানিয়েছেন, প্রাথমিকভাবে প্লেঅ্যাবলসের মাধ্যমে ‘স্ট্যাক বাউন্স’ নামের আর্কেড গেম খেলা যাচ্ছে।

আরও পড়ুন

অনলাইনে গেম খেলার সুযোগ চালুর বিষয়ে ইউটিউবের এক মুখপাত্র জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই গেমকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এ জন্য নতুন সুবিধার পরীক্ষাও চালিয়েছে ইউটিউব। আর তাই এ বিষয়ে এখনই কোনো তথ্য জানানো যাচ্ছে না।
সূত্র: রয়টার্স, ওয়ালস্ট্রিট জার্নাল

আরও পড়ুন