নিজেদের সব অপারেটিং সিস্টেম হালনাগাদ করল অ্যাপল

অ্যাপলরয়টার্স

আইওএস, আইপ্যাড ওএস, ম্যাকওএস, ওয়াচওএস ও টিভিওএস অপারেটিং সিস্টেমের হালনাগাদ উন্মুক্ত করেছে অ্যাপল। এরই মধ্যে কিছুসংখ্যক অ্যাপল পণ্য ব্যবহারকারী অপারেটিং সিস্টেমগুলোর (ওএস) নতুন হালনাগাদ ব্যবহারের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

অ্যাপলের তৈরি অপারেটিং সিস্টেমগুলোর পরবর্তী সংস্করণ সম্ভবত কয়েক মাসের মধ্যে উন্মুক্ত হতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। ইতিমধ্যে পরীক্ষামূলক সংস্করণ ব্যবহারের সুযোগ পাচ্ছেন কেউ কেউ। তার আগেই কিছু নতুন সুবিধাসহ ওএসের হালনাগাদ আনল অ্যাপল।

আরও পড়ুন

হালনাগাদ আইওএস ও আইপ্যাড ওএস ১৫.৬ সংস্করণে টিভি অ্যাপ কাজে লাগিয়ে লাইভ গেম পজ, রিওয়াইন্ড, রিস্টার্ট ও ফাস্ট ফরোয়ার্ড করা যাবে। ম্যাকওএস ১২.৫ সংস্করণে টিভি অ্যাপ হালনাগাদের পাশাপাশি সাফারিতে থাকা ত্রুটি দূর করা হয়েছে। ওয়াচ ওএস ৮.৭–এর কিছু জায়গায় উন্নতি করার পাশাপাশি নিরাপত্তা হালনাগাদ করা হয়েছে।

আরও পড়ুন

নিজেদের পণ্য ব্যবহারকারীদের দ্রুত সফটওয়্যার হালনাগাদের অনুরোধ করেছে অ্যাপল। আইওএস বা আইপ্যাড ওএস ১৫.৬ সংস্করণটি ডাউনলোড করা যাবে সেটিংসের মধ্যে থাকা সফটওয়্যার আপডেট অপশন থেকে। ম্যাকওএস ১২.৫ হালনাগাদ করতে হলে অ্যাপল মেনু থেকে সিস্টেম প্রিফারেন্সের পর সফটওয়্যার আপডেট অপশনে প্রবেশ করতে হবে। অ্যাপল টিভি ও ওয়াচ ওএস স্বয়ংক্রিয়ভাবেই হালনাগাদ হয়ে যাবে।

আরও পড়ুন