বিশেষ আয়োজনে নতুন ল্যাপটপ ও প্রযুক্তি হালনাগাদের ঘোষণা দিল মাইক্রোসফট
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত ‘বিশেষ’ অনুষ্ঠানে দুটি মডেলের সারফেস ল্যাপটপ আনার পাশাপাশি উইন্ডোজ ১১ ও বিং চ্যাট হালনাগাদের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। অনুষ্ঠানের প্রথমেই উদ্বোধনী বক্তব্য দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে মানুষের জীবন এবং কম্পিউটারের পরিবর্তন ও সমন্বয় করছে, তা তুলে ধরেন তিনি। এরপর মাইক্রোসফটের নতুন পণ্য ও প্রযুক্তি হালনাগাদের ঘোষণা দেওয়া হয়।
সারফেস ল্যাপটপ
বাজার বিশ্লেষকদের ধারণা সত্যি করে অনুষ্ঠানে ‘সারফেস ল্যাপটপ গো থ্রি’ এবং ‘সারফেস ল্যাপটপ স্টুডিও টু’ নামের নতুন দুটি মডেলের ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। হালনাগাদ উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা সারফেস ল্যাপটপ গো থ্রি মডেলটিতে ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর, ১৬ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। সারফেস ল্যাপটপ গো মডেলের নকশায় তৈরি ল্যাপটপটির গড়ন পাতলা হওয়ায় সহজেই বহন করা সম্ভব। যন্ত্রাংশভেদে ল্যাপটপটির দাম পড়বে সর্বনিম্ন ৭৯৯ মার্কিন ডলার। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা সারফেস ল্যাপটপ স্টুডিও টু মডেলের ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের ১৩ প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর এবং এনভিডিয়া আরটিএক্স ৪০৫০/৪০৬০ গ্রাফিকস কার্ড। ১৪ দশমিক ৪ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে ৬৪ গিগাবাইট পর্যন্ত র্যাম এবং ২ টেরাবাইট পর্যন্ত ধারণক্ষমতা রয়েছে। এই ল্যাপটপের দাম সর্বনিম্ন ১ হাজার ৯৯৯ মার্কিন ডলার। ৩ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে ল্যাপটপ দুটি।
উইন্ডোজ ১১ হালনাগাদ
অনুষ্ঠানে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম হালনাগাদের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। নতুন এ হালনাগাদের ফলে অপারেটিং সিস্টেমটিতে স্বয়ংক্রিয়ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। শুধু তা–ই নয়, বিং সার্চ ইঞ্জিন এবং এজ ব্রাউজারে কোপাইলট নামের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও ব্যবহারের সুযোগ মিলবে। ফলে পেইন্ট, ফটোজসহ বিভিন্ন প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিভিন্ন কাজ দ্রুত করা যাবে। ২৬ সেপ্টেম্বর থেকে হালনাগাদ সংস্করণটি নামানো যাবে।
বিং চ্যাট হালনাগাদ
অপারেটিং সিস্টেমের পাশাপাশি বিং চ্যাটও হালনাগাদের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। নতুন এ সংস্করণে ইমেজ ক্রিয়েটরে যুক্ত করা হয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআইয়ের তৈরি ড্যাল-ই (ডিএএলএল-ই) প্রযুক্তি। ফলে বিং চ্যাট ব্যবহারের সময় লেখার পাশাপাশি ছবি দিয়েও তথ্য অনুসন্ধান করা যাবে। ব্যবহারকারীর সার্চ ইতিহাস দেখে বর্তমানের তুলনায় আরও প্রাসঙ্গিক ফলাফলও দেখাবে বিং চ্যাট।
সূত্র: গ্যাজেটস নাউ