আবদ শব্দের মানে অনুগত বান্দা

সঠিক প্রশ্নোত্তর  অংশ-৯
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-২
২. আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে তাঁর যাবতীয় আদেশ-নিষেধ মেনে চলাকে কী বলে?
ক. সালাত খ. এবাদত গ. জাকাত ঘ. জিহাদ
উত্তর: খ. এবাদত।
৩. ‘ইলাহ’ শব্দের মানে কী?
ক. মাবুদ খ. আবদ গ. অনুগত বান্দা ঘ. দাসত্ব
উত্তর: ক. মাবুদ।
৪. ‘আবদ’ শব্দের মানে কী?
ক. আনুগত্য খ. মাবুদ
গ. বন্দেগি ঘ. অনুগত বান্দা
উত্তর: ঘ. অনুগত বান্দা।
৫. “আর আমি জিন ও মানবজাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি”— আয়াতটি কোন সূরার?
ক. সূরা আল-যারিয়াত খ. সূরা আল-বাকারা
গ. সূরা আল-নাস ঘ. সূরা আল-আনকাবুত
উত্তর: ক. সূরা আল-যারিয়াত।
৬. তুমি কীভাবে এবাদত করবে?
ক. সাধারণ মুসলমানের নির্দেশিত পথে
খ. মুমিনদের নির্দেশিত পথে
গ. আল্লাহ তাআলা ও রাসুল (সা.)-এর নির্দেশিত পথে
ঘ. সাহাবিদের নির্দেশিত পথে
উত্তর: গ. আল্লাহ তাআলা ও রাসূল (সা.)-এর নির্দেশিত পথে।
৭. ‘যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ দেয়, সে ব্যক্তিও কাজটি সম্পাদনকারীর সমান পুরস্কার পাবে।’— উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহ তাআলা খ. রাসূল (সা.)
গ. হজরত ঈসা (আ.) ঘ. হজরত নূহ (আ.)
উত্তর: খ. রাসূল (সা.)।
৮. এবাদত করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি কী হন?
ক. মনে রাখেন খ. সন্তুষ্ট হন
গ. কিছুই হন না ঘ. রাগ করেন
উত্তর: খ. সন্তুষ্ট হন।
৯. ‘পবিত্রতা ইমানের অঙ্গ’— উদ্ধৃতাংশটি কোন হাদিসের?
ক. ইবনে মাজা
খ. সহিহ মুসলিম, জামে তিরমিজি
গ. সহিহ বুখারি ও সহিহ মুসলিম ঘ. বায়হাকি
উত্তর: খ. সহিহ মুসলিম, জামে তিরমিজি।
১০. আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কোনটি?
ক. জাকাত খ. সালাত গ. সাওম ঘ. হজ
উত্তর: খ. সালাত।
১১. ‘সালাত’ শব্দের অর্থ কী?
ক. নত হওয়া খ. জ্ঞান অর্জন করা
গ. ধর্মীয় বিষয়ে শেখা ঘ. পবিত্র হওয়া
উত্তর: ক. নত হওয়া
১২. ‘রুকন’ শব্দের মানে কী?
ক. খুঁটি খ. ইমান গ. সালাত ঘ. জাকাত
উত্তর: ক. খুঁটি।

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল