ভারতের প্রখ্যাত অভিনেত্রী নন্দা (৭৫) আর নেই। গতকাল মঙ্গলবার সকালে তিনি পরলোকগমন করেছেন। মারাঠি চলচ্চিত্র পরিচালক ভিনায়ক দামোদর কার্নটাকির ঘরে ১৯৩৯ সালে জন্ম নেওয়া নন্দা শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ভি শান্তারামের তুফান অর দিয়া চলচ্চিত্রে প্রথম মূল চরিত্রে অভিনয় করেন। সর্বশেষ ১৯৮৩ সালে ঋষি কাপুরের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেন। জি নিউজ।