ইতিহাসের এই দিনে: প্রথমবার সান্তা ক্লজের দেখা পায় শিশুরা

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৬ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

শিশুদের মাঝে সান্তা ক্লজ
ফাইল ছবি: রয়টার্স

লাল-সাদা রঙের পোশাক আর মাথায় টুপি। সান্তা ক্লজের পোশাক এটি। খ্রিষ্টধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ক্রিসমাস বা বড়দিনে পিঠে বড় ঝোলা নিয়ে স্লেজ গাড়িতে চেপে হাজির হন সান্তা। সেই ঝোলায় থাকে শিশুদের জন্য হরেক উপহার।

১৮৭৯ সালের ১৬ নভেম্বর যুক্তরাজ্যের লিভারপুলের একটি দোকানে প্রথম সান্তা ক্লজের দেখা পাওয়া যায়। সেখানে প্রথমবারের মতো সান্তার কাছ থেকে উপহার পায় শিশুরা। পরে বিশ্বজুড়ে এটি উৎসবের অংশ হয়ে ওঠে।

অ্যান্টার্কটিকার আকাশে প্রথম উড়োজাহাজ

সময়টা ১৯২৮ সালের ১৬ নভেম্বর। মানুষের আকাশজয়ের ইতিহাসে অনন্য একটি দিন। এদিন শুভ্র বরফে আচ্ছাদিত অ্যান্টার্কটিকার আকাশে প্রথমবারের মতো ওড়ে উড়োজাহাজ। ওই উড়োজাহাজে ছিলেন অস্ট্রেলিয়ার মেরু অভিযাত্রী হুবার্ট উইলকিনস ও মার্কিন পাইলট কার্ল বেন এইলসন।

আরও পড়ুন

মিনাক্ষীর শেষাদ্রির জন্মদিন আজ

মিনাক্ষী শেষাদ্রি
ছবি: উইকিমিডিয়া কমনস

মিনাক্ষী শেষাদ্রি—ভারতের জনপ্রিয় একজন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী। একাধারে হিন্দি, তামিল, তেলেগু চলচ্চিত্রে সমানতালে অভিনয় করেছেন তিনি।

১৯৮০ ও ১৯৯০-এর দশকে তিনি হিন্দি চলচ্চিত্রজগতে অন্যতম প্রধান তারকা হয়ে উঠেছিলেন। আজ এ শিল্পীর জন্মদিন। ১৯৬৩ সালের ১৬ নভেম্বর তাঁর জন্ম।

আরও পড়ুন

প্রোটেস্ট্যান্টদের বড় জয়

ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টানদের মধ্যে তুমুল লড়াই চলছে। একদিকে লড়ছে প্রোটেস্ট্যান্ট সুইডিশ সাম্রাজ্য, অন্যদিকে ক্যাথলিক রোমান সাম্রাজ্য। ১৬৩২ সালের ১৬ নভেম্বর ‘ব্যাটল অব লুটজেন’ যুদ্ধে প্রোটেস্ট্যান্টদের জয় হয়। তবে সেদিন প্রাণ হারান সুইডেনের রাজা গুস্তাভুস অ্যাডলফাস।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন