একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ২৭ ডিসেম্বর, বুধবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এ ছাড়া ভারত, পাকিস্তানসহ আরও কিছু উল্লেখযোগ্য খবর আছে। সেগুলো একনজরে দেখে নেওয়া যাক।

গাজা উপত্যকার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত কিছু ঘরবাড়ি
ছবি: রয়টার্স ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সেখানে ইসরায়েলের সামরিক অভিযান চলার মধ্যে ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৪১ জন নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে আহত হয়েছেন ৩৮২ জন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ যুদ্ধকে জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।

গাজার পথে পথে হামাস যোদ্ধাদের সঙ্গে সশস্ত্র লড়াই হচ্ছে ইসরায়েলি সেনাদের
ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘আরও অনেক মাস’ ধরে চলতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হালেভি। সাংবাদিকদের সঙ্গে আলাপে গতকাল মঙ্গলবার ইসরায়েলি সেনাপ্রধান এসব কথা বলেন।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দখলে থাকা লোহিত সাগরপাড়ের হোদেইদাহ বন্দর
ফাইল ছবি: রয়টার্স

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলের বন্দর শহর ইলাতকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কথা বলেছে হুতিরা।

দিল্লি আজ সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল। ২৭ ডিসেম্বর
ছবি: এএনআই

রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা আজ বুধবার ঢাকা পড়েছিল ঘন কুয়াশায়। কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে সব রকমের উড়োজাহাজের ওঠানামা বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত ১১০টি উড়োজাহাজের সময় বদলে দিতে হয়েছে।

শাহ মাহমুদ কুরেশি
ফাইল ছবি: রয়টার্স

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) মামলায় জামিন পাওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার আদিয়ালা জেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
ফাইল ছবি: রয়টার্স

চীনের সঙ্গে তাইওয়ানের ‘পুনরেকত্রীকরণ অনিবার্য’ বলে আবারও মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানে আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দেওয়া এক ভাষণে চীনা প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

অস্ট্রেলিয়ান শেফ বিল গ্রেঞ্জার
ছবি: বিল গ্রেঞ্জারের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

খ্যাতিমান অস্ট্রেলিয়ান শেফ বিল গ্রেঞ্জার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। ক্রিসমাসের দিন লন্ডনের একটি হাসপাতালে মারা যান গ্রেঞ্জার। আজ বুধবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পরিবার।

বিশ্ব থেকে আরও পড়ুন