ইতিহাসের এই দিনে: শব্দের চেয়ে দ্রুতগতির উড়োজাহাজ
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৪ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
উড়োজাহাজশিল্পে নতুন একটি রেকর্ড হয় ১৯৪৭ সালের ১৪ অক্টোবর। এদিন বেল এক্স-ওয়ান রকেটশক্তিচালিত একটি উড়োজাহাজ পরীক্ষামূলক যাত্রায় ঘণ্টায় ১ হাজার ১২৭ কিলোমিটার বা প্রতি ঘণ্টায় প্রায় ৭০০ মাইল বেগে ওড়ে। মার্কিন পাইলট চার্লস ইয়েগার উড়োজাহাজটি নিয়ন্ত্রণ করেন। এ যাত্রায় উড়োজাহাজটি শব্দের চেয়েও বেশি গতিতে উড়তে সক্ষম হয়। বিশ্বে মনুষ্যবাহী কোনো উড়োজাহাজের এত গতিতে উড়ে চলার ঘটনা এটাই প্রথম।
কিউবায় সোভিয়েত ক্ষেপণাস্ত্র
সময়টা ১৯৬২ সালের ১৪ অক্টোবর। কিউবার ক্ষেপণাস্ত্র-সংকট ঘিরে স্নায়ুযুদ্ধ তখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ থেকে তোলা ছবিতে দেখা যায়, কিউবার ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে সোভিয়েত ইউনিয়ন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সোভিয়েতের পারমাণবিক হামলার আশঙ্কা নতুন মাত্রা পায়।
জিম হিনসের কীর্তি
কৃষ্ণাঙ্গ আমেরিকান অ্যাথলেট জিম হিনস। ১৯৬৮ সালের এদিনে নতুন একটি রেকর্ড যুক্ত হয় তাঁর ঝুলিতে। এদিন জিম ১০০ মিটার দৌড় শেষ করেন মাত্র ৯ দশমিক ৯৫ সেকেন্ডে। বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে ১০ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন জিম।
মহাকাশে স্কাইডাইভিং
অস্ট্রেলিয়ার নাগরিক ফেলিক্স বাউমগার্টনার প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশে স্কাইডাইভিংয়ে গতি ভাঙার রেকর্ড করেছেন। ২০১২ সালের এদিনে তিনি ৩৯ কিলোমিটার বা প্রায় ২৪ মাইল ওপর থেকে প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন। শব্দের চেয়েও দ্রুতগতিতে নেমে আসেন পৃথিবীতে। ঝাঁপ দেওয়ার ৯ মিনিট পর যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর রোজওয়েলের পাশে নিরাপদে অবতরণ করেন ফেলিক্স।