ভূমিকম্প ‘রোমাঞ্চকর’ লিখে ভিডিও পোস্ট করায় তোপের মুখে অভিনেত্রী

অভিনেত্রী দিবাঙ্কা ত্রিপাঠি
ছবি: টুইটার থেকে নেওয়া

অভিনেতা-অভিনেত্রীরা হয়তো সব সময়ই আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন। হোক সেটা অভিনয় দিয়ে কিংবা জীবনযাপনের কারণে। এবার ভারতীয় অভিনেত্রী দিবাঙ্কা ত্রিপাঠি ভূমিকম্পের ভিডিও পোস্টে ‘রোমাঞ্চকর ঘটনা’ লেখায় বেজায় খেপেছেন লোকজন।

ঘটনাটি গত মঙ্গলবারের। ওই দিন রাজধানী দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর এবং উত্তর প্রদেশ ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্প টের পেয়ে রাতের বেলা প্রতিবেশীদের সঙ্গে সড়কে নেমে এসেছেন দিবাঙ্কা ত্রিপাঠি। তিনি তখন চণ্ডীগড়ে ছিলেন। তাঁর কথা শুনে মনে হয়েছে, তিনি জীবনে প্রথমবারের মতো ভূমিকম্প দেখেছেন, যা রোমাঞ্চকর।

দিবাঙ্কা ত্রিপাঠি এ সময় রাস্তায় দাঁড়িয়ে আশপাশের দৃশ্য ভিডিও করছিলেন। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘জীবনে প্রথমবারের মতো ভূমিকম্প দেখার অভিজ্ঞতা হলো। আমি খুবই উত্তেজিত। প্রতিবেশীরা ঘরের বাইরে চলে এসেছেন। তবে ভূমিকম্পের মাত্রা বেড়ে যাওয়ার আগপর্যন্ত এটি চমকপ্রদ ব্যাপার।’

কথা বলতে বলতে এই অভিনেত্রী তাঁর স্বামীর দিকে ক্যামেরা ঘুরিয়ে দেন। স্বামী বিবেক দাহিয়ার কাছে জানতে চান, তিনি যা বলেছেন ঠিক কি না? স্ত্রীর জবাবে বিবেক হেসে জবাব দেন। পুরো ভিডিওটিতে তাঁকে হাসতে দেখা যায়।

দুর্যোগের মুহূর্তে দিবাঙ্কার এ ধরনের কথায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পর এ ধরনের বক্তব্যকে অনেকেই নির্মম বলেছেন।

অভিনেত্রীর ভিডিওর নিচে একজন লিখেছেন, ‘মানুষ মারা যাচ্ছে আর তিনি এর মধ্যে রোমাঞ্চকর ঘটনা দেখছেন। এটা ভয়ংকর ব্যাপার।’

আরেকজন লিখেছেন, ‘একবার ভাবুন তো, তুরস্ক ও সিরিয়ার মানুষ এটি দেখছেন...। প্রাকৃতিক দুর্যোগ হাস্যরস করার মতো বিষয় নয়।’

দিবাঙ্কার ভিডিওটি অসংবেদনশীল আখ্যা দিয়ে অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘তুরস্ক ও সিরিয়ায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যু সারা বিশ্বকে নাড়া দিয়েছে। এরপর তাঁর এ ধরনের মন্তব্য কতটা অসংবেদনশীল ও মর্মান্তিক!’