উগান্ডার বিরোধী নেতার ‘শিরশ্ছেদ’ করতে চান দেশটির সেনাপ্রধান
উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা বলেছেন, তিনি তাঁর দেশের সুপরিচিত বিরোধী নেতা ববি ওয়াইনের শিরশ্ছেদ করতে চান।
উগান্ডার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইয়োরি মুসেভিনির ছেলে মুহুজি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গত রোববার দেওয়া এক পোস্টে এই হুমকি দেন।
১৯৮৬ সাল থেকে উগান্ডা শাসন করছেন মুসেভিনি। ধারণা করা হয়, উগান্ডার ক্ষমতায় মুসেভিনির উত্তরসূরি হবেন তাঁর ছেলে মুহুজি।
মুহুজি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেন। যেমন, ২০২২ সালে তিনি প্রতিবেশী দেশ কেনিয়ায় আগ্রাসন চালানোর হুমকি দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। পরে অবশ্য এই হুমকি দেওয়ার জন্য তিনি ক্ষমা চান।
এক্সে গত রোববার দেওয়া এক পোস্টে মুহুজি বলেন, তাঁর বাবা একমাত্র ব্যক্তি, যিনি তাঁর (মুহুজি) হাত থেকে বিরোধী নেতা ববিকে রক্ষা করছেন।
মুহুজি লিখেছেন, যদি তাঁর বাবা না থাকতেন, তাহলে তিনি এখনই ববির মাথা কেটে নিতেন।
উগান্ডায় বেশ জনপ্রিয় ববি। তাঁর প্রকৃত নাম রবার্ট কিয়াগুলানি। তাঁর কয়েকটি পরিচয় আছে। তিনি পপতারকা, অভিনেতা ও আইনজীবী।
২০২১ সালে মুসেভিনির বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন ববি। তিনি দ্বিতীয় হয়েছিলেন।
শিরশ্ছেদের হুমকি পাওয়ার পর ববি এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক পোস্টে ববি বলেছেন, তিনি এই হুমকিকে হালকাভাবে নেননি। এর আগেও বেশ কয়েকবার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ববির এই পোস্টের জবাবে মুহুজি লিখেছেন, ‘শেষ পর্যন্ত! আমি আপনাকে জাগাতে পেরেছি? আপনার শিরশ্ছেদ করার আগে আমরা আপনাকে যে ঋণ দিয়েছি, তা পরিশোধ করুন।’
এই কথা বলে মুহুজি উগান্ডার বিরোধীদের দুর্বল করতে মুসেভিনি সরকার অতীতে যে ববিকে অর্থ দিয়ে ‘কিনেছিল’, তেমনটাই ইঙ্গিত দিয়েছেন।
মুহুজির পোস্টের বিষয়ে জানতে উগান্ডা সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। এ ছাড়া সেনাপ্রধান মুহুজির মুখপাত্রের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিল বার্তা সংস্থাটি। কিন্তু কোনো পক্ষের দিক থেকে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।
অন্যদিকে উগান্ডার সশস্ত্র বাহিনীর মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।