লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৩০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

ভূমধ্যসাগর হয়ে নৌকায় চেপে অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানোর প্রচেষ্টা চালাতে গিয়ে প্রতিবছরই শত শত অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি হচ্ছে
ফাইল ছবি: রয়টার্স

ইউরোপে যাওয়ার পথে লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও অন্তত ৩০ জন। ইতালির কোস্টগার্ড এসব তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে গতকাল রোববার ইতালির কোস্টগার্ড জানায়, প্রতিকূল আবহাওয়া কারণে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রনটেক্স।

আরও পড়ুন

অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাচ্ছিল বলে টুইটে জানিয়েছে মেডিটেরিয়ান সার্ভিং হিউম্যান চ্যারিটি। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সকালে ডুবে যাওয়ার সময় নৌকাটি লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি থেকে ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিম উপকূলে ছিল।

তবে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া কিংবা নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক, প্রাথমিকভাবে তা জানানো হয়নি। চলতি বছর এ পর্যন্ত ১৭ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন।

২০২২ সালের প্রথম আড়াই মাসে এ সংখ্যা ৬ হাজার ছিল। গত বছরের অক্টোবরে ইতালিতে রক্ষণশীল সরকার দায়িত্ব গ্রহণ করে। অভিবাসনপ্রত্যাশীদের ঢল কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এ কাজে খুব একটা সফলতা দেখাতে পারেনি নতুন এ সরকার।

আরও পড়ুন

ভূমধ্যসাগর হয়ে নৌকায় চেপে অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানোর প্রচেষ্টা চালাতে গিয়ে প্রতিবছরই শত শত অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি হচ্ছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সব মিলিয়ে ভূমধ্যসাগরে ৩০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।