টিকা না নিলে করোনা চিকিৎসার খরচ নিজের

৫৫ লাখ মানুষের দেশ সিঙ্গাপুরে ৮৫ শতাংশই টিকা পেয়েছে
ফাইল ছবি: রয়টার্স

যাঁরা ইচ্ছা করে করোনা প্রতিষেধক টিকা নেননি, তাঁদের আগামী মাস থেকে চিকিৎসা বিল দেবে না সিঙ্গাপুর সরকার। বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর বর্তমানে দেশটি সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখন প্রতিদিন সেখানে দুই থেকে তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, মৃত্যুও হচ্ছে কয়েকজন করে।

সিঙ্গাপুর সরকার সব সময় দেশটির নাগরিকদের চিকিৎসা ব্যয় বহন করে। পাশাপাশি সেখানে কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরিতে থাকা অন্য দেশের বাসিন্দারা করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হলে তাঁদের চিকিৎসার খরচও সিঙ্গাপুর সরকার দেয়। তবে বিদেশ থেকে আসার অল্প সময়ের মধ্যে যাঁদের শরীরে করোনা শনাক্ত হয়, তাঁদের খরচ নিজেদেরই বহন করতে হয়।

গতকাল সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব করোনা রোগী নিজ ইচ্ছায় টিকা নেননি, তাঁদের আগামী ৮ ডিসেম্বর থেকে নিজেদের করোনা চিকিৎসার বিল নিজেদের দিতে হবে।

সিঙ্গাপুরে নির্দিষ্ট ক্যাটাগরিতে থাকা অন্য দেশের বাসিন্দারা করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হলে তাঁদের চিকিৎসার খরচও সরকার দেয়
ফাইল ছবি: রয়টার্স

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘হাসপাতালে ভর্তি যেসব করোনা রোগীর নিবিড় পরিচর্যা লাগছে, তাঁদের বেশির ভাগই টিকা না নেওয়া। এবং এই কারণে আমাদের স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ তৈরি হচ্ছে। তাঁরা চিকিৎসা খরচ বেসরকারি বিমার মাধ্যমেও পরিশোধ করতে পারবেন।’

যারা টিকা নেওয়ার উপযোগী নয়, যেমন ১২ বছরের কম বয়সী শিশু অথবা বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার কারণে, তাদের পুরো খরচ সরকার বহন করবে।

বিশ্বের যেসব দেশ টিকা প্রদানে এগিয়ে আছে, তাদের মধ্যে সিঙ্গাপুর অন্যতম। ৫৫ লাখ মানুষের দেশটিতে ৮৫ শতাংশই টিকা পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে করোনার ডেলটার ধরন ছড়িয়ে পড়েছে।