ভূমিকম্পে আবারও কাঁপল আফগানিস্তান

আফগানিস্তানের হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে আহত মানুষকে স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে। হেরাত, আফগানিস্তান, ১৫ অক্টোবর
ছবি: এএফপি

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার আঘাত হানা এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৩।

এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এই ভূমিকম্পে আহত শতাধিক মানুষকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের খুব কাছেই। এ নিয়ে গত দেড় সপ্তাহের মধ্যে তিনবার দেশটিতে ভূমিকম্পে আঘাত হানল।

আরও পড়ুন

৭ অক্টোবর প্রথমে দেশটির একই এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও কয়েকটি শক্তিশালী পরাঘাত হয়। এ ভূমিকম্পে হাজারো মানুষের প্রাণহানি হয়। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এই ভূমিকম্পে যাঁদের প্রাণহানি হয়েছে, তাঁদের ৯০ শতাংশের বেশি নারী ও শিশু।

এরপর গত বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলে আবার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রাও ছিল ৬ দশমিক ৩। এ ঘটনায় তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত বছরের জুনে দেশটির পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ মারা যান এবং লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েন।

আরও পড়ুন

আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালার জন্য প্রায়ই এখানে ভূমিকম্প হয়। এ পর্বতমালা ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্প বেশি হয়।

আরও পড়ুন