উত্তর কোরিয়া গতকাল শনিবার তাদের পশ্চিম উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সিউলের সামরিক বাহিনী বলেছে, পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের মধ্যে এটি সর্বশেষ উদ্বেগজনক ঘটনা।
বার্ষিক যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ান উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়ার জবাবে উত্তর কোরিয়া ‘কৌশলগত পারমাণবিক স্ট্রাইক ড্রিল’–এর অংশ হিসেবে জোড়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তিন দিন পর আবার এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। পিয়ংইয়ং এ ধরনের মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে দেখে, যদিও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র দুটি মিত্রদেশ বলছে যে তারা প্রতিরক্ষামূলক মহড়া চালিয়েছে।