যাত্রীর ফেসবুক লাইভে ধারণ হলো নেপালের উড়োজাহাজ বিধ্বস্তের মুহূর্ত

সনু জইশওয়াল নামের এক ভারতীয় যাত্রী উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে ফেসবুকে লাইভ করছিলেন
ছবি: টুইটার

নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ওই মুঠোফোনে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার মুহূর্তের ভিডিও পাওয়া গেছে।

ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অবতরণের আগে ধারণ করা ভিডিওর শুরুতে দেখা গেছে, যাত্রীরা উড়োজাহাজের ভেতরে বসে আছেন। উড়োজাহাজের জানালা দিয়ে নিচে শহর দেখা যাচ্ছিল। হঠাৎই বিস্ফোরণে মুঠোফোনের পর্দা কেঁপে ওঠে। ভিডিওটির তখন ওলট–পালট অবস্থা। ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে দেখা গেছে, জানালার বাইরে ভয়াবহ আগুন জ্বলছে। শোনা যাচ্ছিল যাত্রীদের আর্তনাদ।

আরও পড়ুন

উড়োজাহাজটিতে পাঁচজন ভারতীয় যাত্রী ছিলেন। তাঁরা সবাই উত্তর প্রদেশের ঘাজিপুরের বাসিন্দা। তাঁদের মধ্যে সনু জইশওয়াল নামের একজন উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে ফেসবুকে লাইভ করছিলেন। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় তিনিও মারা গেছেন।

সনু জইশওয়ালের নামে ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিও পাওয়া গেছে। তবে সেটি জইশওয়ালেরই ভেরিফায়েড অ্যাকাউন্ট কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

এনডিটিভি আলাদা করে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।
নেপালের সাবেক পার্লামেন্ট সদস্য এবং নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য অভিষেক প্রতাপ শাহ এনডিটিভির কাছে ভিডিওটি পাঠিয়েছিলেন। এনডিটিভিকে অভিষেক বলেন, এক বন্ধুর কাছ থেকে তিনি ফুটেজটি পেয়েছেন। গতকাল উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে মুঠোফোনটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গতকাল রোববার এক একান্ত সাক্ষাৎকারে এনডিটিভিকে অভিষেক প্রতাপ শাহ বলেন, ‘আমার বন্ধুদের একজন এটি (ভিডিও) আমার কাছে পাঠিয়েছে। ওই বন্ধু এক পুলিশ সদস্যের কাছ থেকে ফুটেজটি পেয়েছে। ভিডিওটি সত্যিকারের। এটি আজকে (রোববার) উড়োজাহাজটির অবতরণের আগমুহূর্তে ধারণ করা ভিডিও।’

উড়োজাহাজটি অবতরণের আগের মুহূর্তে স্থলভাগ থেকে ধারণ করা একটি ভিডিও-ও পাওয়া গেছে। এতে দেখা গেছে, উড়োজাহাজটি হঠাৎই বাঁ দিকে কাত হয়ে উল্টে পড়ে।

নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আরোহী নিয়ে গতকাল রোববার সকালে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটি মধ্য আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এর পরপরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।