থাইল্যান্ডে নির্বাচনে বিস্ময়করভাবে এগিয়ে এমএফপি

থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন এক ব্যক্তি
ছবি: রয়টার্স

থাইল্যান্ডে জাতীয় নির্বাচনে ভোট গণনা চলছে। গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বিরোধী দল মুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি)। এরপরই রয়েছে আরেক বিরোধী দল থাকসিন সিনাওয়াত্রার দল ফিউ থাই। অন্যদিকে পিছিয়ে পড়েছে দেশটির সামরিক–সমর্থিত ইউনাইটেড থাই নেশন পার্টি।

আজ রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত থাইল্যান্ডের ৯৫ হাজার ভোটকেন্দ্রের প্রায় অর্ধেকে ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এমএফপি পেয়েছে প্রায় ৫০ লাখ ভোট। এরপরই রয়েছে ফিউ থাই। তারা পেয়েছে প্রায় ৪২ লাখ ভোট। তৃতীয় অবস্থানে থাকা প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচার দল ইউনাইটেড থাই নেশন পার্টি পেয়েছে প্রায় ১৭ লাখ ভোট।

২০১৪ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে থাইল্যান্ডের ক্ষমতা দখল করেন সাবেক সেনাপ্রধান প্রাউত। এবারের ভোটের আগে জনমত জরিপেও পিছিয়ে ছিল তাঁর দল। সবচেয়ে এগিয়ে ছিল পেতংতার্ন সিনাওয়াত্রার ফিউ থাই। এরপরই ছিল এমএফপি।

ভোট গণনায় বিস্ময়করভাবে এগিয়ে থাকার পর বেশ আশাবাদী এমএফপির প্রধান পিটা লিমজারোয়েনরাত। বলেছেন, তাঁর দল ফিউ থাইয়ের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করতে পারে। দুই দল মিলে দেশের চলমান সংকটের সমাধান করতে পারবে। তবে তিনি এ-ও জানিয়েছেন, ইউনাইটেড থাই নেশন পার্টির সঙ্গে জোট গড়বে না এমএফপি।

এমএফপি দলটি ২০১৪ সালে রুয়াম পাত্তানা চার্ট থাই পার্টি হিসেবে যাত্রা শুরু করে। তবে নানা বির্তকের পর ২০২০ সালে মুভ ফরোয়ার্ড পার্টি হিসেবে তারা রাজনৈতিক তৎপরতা চালায়।

আরও পড়ুন