‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

নিজেদের অস্ত্রভান্ডারের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
ছবি: এএফপি

নতুন একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকার জানিয়েছে, এটি একটি ‘সলিড ফুয়েল’ ক্ষেপণাস্ত্র। নাম ‘হওয়াসং-১৮’। সেই সঙ্গে এটি এখন পর্যন্ত উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র।

গতকাল বৃহস্পতিবার প্রথমবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ শুক্রবার সকালে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ এ পরীক্ষার কথা জানিয়েছে। বলা হয়েছে, পরীক্ষাটি সফল হয়েছে।

সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র হওয়াসং-১৮ তুলনামূলক দ্রুত উৎক্ষেপণ করা যায়। এ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করা কঠিন।
উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন বলেছেন, আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হওয়াসং-১৮-এর সফল পরীক্ষা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ভয় ও উদ্বেগ বাড়াবে।

আরও পড়ুন

কিম জং-উন গতকালের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বোন কিম ইয়ো-জং, স্ত্রী রি সল-জু এবং মেয়ে কিম জু-আয়ে।

গত মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড ২৩’ অনুষ্ঠিত হয়। এটি গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। এ মহড়ার বিরোধিতা করেছে উত্তর কোরিয়া। মহড়ার আগে-পরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছে দেশটি।

আরও পড়ুন
আরও পড়ুন