গত বৃহস্পতিবার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হোয়াসং-১৭ উৎক্ষেপণের পর এ দাবি করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চলাকালে এ প্রতিক্রিয়া জানাল দেশটি।
বৃহস্পতিবার কোরীয় উপত্যকা ও জাপানের মধ্যবর্তী সাগরে আইসিবিএম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল টোকিওতে একটি সম্মেলনে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুসারে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিউল, ওয়াশিংটন ও টোকিও এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে।
উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বাহিনী ‘ফ্রিডস শিল্ড ২৩’ ১১ দিনব্যাপী যৌথ মহড়া শুরু করেছে। ২০১৭ সালের পর এই প্রথমবার এ ধরনের মহড়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়ার কারণে উত্তেজনা বাড়ছে বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ও জাপানের নেতা ফুমিও কিশিদা এ সপ্তাহে বৈঠক করবেন। তবে বৈঠক ও মহড়া ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়ুন ও তাঁর স্ত্রীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাতে পারেন।