তাইওয়ানে ভূমিকম্পে চারজনের মৃত্যু, প্রায় ৬০ জন আহত
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ৬০ জন। আজ বুধবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পে বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ স্থানীয় সময় সকাল আটটার কিছু সময় আগে ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পরপরই তাইওয়ান, জাপানের দক্ষিণাঞ্চল ও ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
কর্মকর্তারা বলেন, আজ সকালে হুয়ালিয়েন শহরের পাহাড়ে সাতজনের একটি পর্বতারোহীর দল ভ্রমণ করছিল। ভূমিকম্পের সময় পাহাড় থেকে আলগা হয়ে পড়া পাথরে পিষ্ট হয়ে তাঁদের তিনজন মারা গেছেন।
এ ছাড়া ভূমিকম্পের সময় হুয়ালিয়েন শহরে একটি সুড়ঙ্গের কাছে ভূমিধসের কবলে পড়ে এক ট্রাকচালক নিহত হন।
স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে হুয়ালিয়েন শহরসহ বিভিন্ন এলাকায় কয়েকটি বহুতল ভবন হেলে পড়েছে। নিউ তাইপে শহরে একটি গুদাম ভেঙে পড়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন তাইওয়ানের সেনাবাহিনীও উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে।
তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা ভূমিকম্পে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ভূমিকম্পে আহত প্রায় ৬০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।
ভূমিকম্পের পর তাইপের মেট্রো চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে এক ঘণ্টার মধ্যে তা আবার চালু হয়।
তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। তাতে প্রায় ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।