ভারত মহাসাগরে ভাসতে থাকা রোহিঙ্গারা মৃত্যুঝুঁকিতে, গেছে বাংলাদেশ থেকে
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশে ভারত মহাসাগরে একদল রোহিঙ্গা কয়েক দিন ধরে ভাসছে। তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেছে। বলা হচ্ছে, রোহিঙ্গাদের এই দল বাংলাদেশ থেকে নৌকায় চেপে ভারত মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিল।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) গত শনিবার জানিয়েছে, মহাসাগরে ভাসতে থাকা এই দলে প্রায় ১৮৫ জন রোহিঙ্গা রয়েছে। বেশির ভাগই নারী ও শিশু। তাদের উদ্ধারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে অসহায় এসব মানুষের প্রাণ হারানোর ঝুঁকি বাড়বে।
সংস্থাটি বলছে, এসব রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থীশিবির থেকে গোপনে পালিয়ে যাচ্ছিল। এর আগে দমন–পীড়নের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছিল তারা। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু হলে সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালাতে বাধ্য হয়।
অথই সাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ওই নৌকায় অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। সংস্থাটি বলছে, নৌকায় থাকা ডজনখানেক রোহিঙ্গার অবস্থা আশঙ্কাজনক।
ইউএনএইচসিআর সতর্ক করে আরও বলেছে, ভাসতে থাকা এসব রোহিঙ্গাকে উদ্ধারে ব্যবস্থা নিতে হবে। না হলে উপকূলীয় দেশগুলোর কঠোর নজরদারির কারণে আরও অনেকেই মারা পড়তে পারে। এটি সত্যি একটি মরিয়া পরিস্থিতি।