এবার চন্দ্রজয়ের দৌড়ে জাপান, সফল রকেট উৎক্ষেপণ

জাপানের উৎক্ষেপণ করা রকেটের সঙ্গে একটি ল্যান্ডার রয়েছে। ল্যান্ডারটির নাম ‘মুন স্নাইপার’
ছবি: রয়টার্স

চন্দ্রাভিযানের দৌড়ে এবার যোগ দিল জাপান। চন্দ্রাভিযানের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার দেশটি সফলভাবে রকেট উৎক্ষেপণ করেছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছর তিনবার জাপানের চন্দ্রাভিযানের চেষ্টা ভেস্তে যায়। চতুর্থ চেষ্টায় তারা সফলভাবে রকেট উৎক্ষেপণ করল।

জাপানের উৎক্ষেপণ করা রকেটের সঙ্গে একটি ল্যান্ডার রয়েছে। ল্যান্ডারটির নাম ‘মুন স্নাইপার’।

সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ‘মুন স্নাইপার’ চাঁদে অবতরণের চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের পর চাঁদে অবতরণকারী পঞ্চম দেশ হওয়ার চেষ্টা করছে জাপান।

গত এক বছরে দুবার জাপানের চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে পৌঁছাতে ব্যর্থ হয়। এই ব্যর্থতাকে দেশটির মহাকাশ কর্মসূচির জন্য ধাক্কা হিসেবে দেখা হয়।

দুই সপ্তাহ আগে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফলভাবে মহাকাশযান অবতরণ করিয়ে ইতিহাস গড়ে ভারত।

আরও পড়ুন

প্রায় একই সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য লুনা-২৫ নামের মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। তবে রাশিয়ার মহাকাশযানটি বিধ্বস্ত হয়।

পরিকল্পনা অনুযায়ী, জাপানের মহাকাশযানটি চাঁদের সামনের দিকে অবতরণ করা কথা।

আরও পড়ুন

মহাকাশযানটি চার মাসের মধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। এরপর আগামী বছরের ফেব্রুয়ারিতে অবতরণ–চেষ্টার আগে এক মাস চাঁদকে প্রদক্ষিণ করবে মহাকাশযানটি।

আরও পড়ুন