ইসরায়েল ফিলিস্তিনি এনজিওগুলো বন্ধ করায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ

ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর গাজার একটি ভবন থেকে ধোঁয়া উঠছে
ফাইল ছবি: এএফপি

দখলকৃত পশ্চিম তীরে কাজ করা একাধিক বেসরকারি সংস্থার (এনজিও) কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। এ ঘটনায় গত বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির

ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পশ্চিম তীরের রামাল্লা শহরের সাতটি এনজিওর বিরুদ্ধে রাতারাতি অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। রামাল্লা শহরেই ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান কার্যালয়গুলোর অবস্থান।

গত বছরের অক্টোবর মাসে ইসরায়েল সরকার ছয়টি ফিলিস্তিনি সংস্থাকে সন্ত্রাসী সংগঠনের তকমা দেয়। এসব সংগঠনের বিরুদ্ধে বামপন্থী সশস্ত্র গোষ্ঠী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে। তবে ইসরায়েল সরকার তাদের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। এসব এনজিওর পক্ষ থেকে পিএফএলপির সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করা হয়েছে। পিএফএলপিকে অনেক পশ্চিমা দেশ জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, ‘রামাল্লা ও এর আশপাশে ফিলিস্তিনি এনজিওগুলোর ছয়টি অফিস বন্ধ করার বিষয়ে আমরা উদ্বেগ জানাচ্ছি। এসব সংস্থার ক্ষেত্রে আমাদের অবস্থান ও মনোভাবের কোনো পরিবর্তন হয়নি।’ বন্ধ করে দেওয়া এনজিওগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো তহবিল সরবরাহ করা হয় না বলে জানান নেড প্রাইস।

মার্কিন এই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চতর পর্যায়ে বাড়তি তথ্য পেতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। ইসরায়েল সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

গত বৃহস্পতিবার ইসরায়েলের বাহিনী সপ্তম যে এনজিওতে অভিযান চালায়, সেটি হচ্ছে ইউনিয়ন অব হেলথ ওয়ার্ক কমিটিজ। পশ্চিম তীরে এই এনজিওটির কার্যক্রম ২০২০ সালে নিষিদ্ধ করে ইসরায়েল।