এবার অ্যাপল ডেইলির কলামিস্ট গ্রেপ্তার

জাতীয় নিরাপত্তা আইনে অ্যাপল ডেইলির প্রধান সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তারের প্রতিবাদ করছেন হংকংয়ের অনেকেই।
ফাইল ছবি: রয়টার্স

চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলির কার্যালয়ে নজিরবিহীন তল্লাশি চালিয়ে প্রধান সম্পাদকসহ পাঁচজনকে প্রেপ্তার করা হয়েছিল আগেই। এবার জাতীয় নিরাপত্তা আইনে সংবাদপত্রটির একজন কলামিস্টকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। তাঁর বিরুদ্ধে ‘বিদেশি শক্তির সঙ্গে মিলে চক্রান্ত করার’ অভিযোগ আনা হয়েছে।

আজ বুধবার হংকং পুলিশের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, আটক হওয়া ব্যক্তির বয়স ৫৫ বছর। তিনি লি পিং নামে অ্যাপল ডেইলিতে কলাম লিখতেন।

১৭ জুন ভোরে সংবাদপত্রটির কার্যালয়ে নজিরবিহীন তল্লাশি চালায় পুলিশ। এতে হংকং পুলিশের ৫০০ সদস্য অংশ নেন। জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয় সংবাদপত্রটির প্রধান সম্পাদক রায়ান ল ও প্রধান নির্বাহী কর্মকর্তা চিওয়ং কিম-হাংসহ পাঁচজনকে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি হংকং ও চীনের নেতাদের বিরুদ্ধে অ্যাপল ডেইলি ‘নিষেধাজ্ঞার আবেদন’ করে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন প্রকাশের দায়ে হংকংয়ের নতুন জাতীয় নিরাপত্তা আইনের অধীনে গ্রেপ্তারের ঘটনা এটিই প্রথম। একই সঙ্গে হংকং কর্তৃপক্ষ পত্রিকাটির ২৩ লাখ মার্কিন ডলারের সম্পত্তি জব্দ করেছে। এ কারণে তীব্র অর্থসংকটে পড়েছে সংবাদপত্রটি। সংকটের মুখে এর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে। এ বিষয়ে আগামী শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সংবাদপত্রটির কর্তৃপক্ষ।

যদিও ১৭ জুনের তল্লাশির ঘটনা অ্যাপল ডেইলির কার্যালয়ে পুলিশের দ্বিতীয় অভিযান। এর আগে গত বছর বিদেশি শক্তিগুলোর সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে পত্রিকাটির মালিক ও গণতন্ত্রপন্থী জিম্মি লাইকে গ্রেপ্তার করতে সেখানে অভিযান চালানো হয়েছিল। গণতন্ত্রপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার দায়সহ বিভিন্ন অভিযোগে গত ডিসেম্বর থেকে কারাভোগ করছেন লাই।

আরও পড়ুন
আরও পড়ুন