ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৫

ফিলিপাইনে রাইয়ের আঘাতে তছনছ হওয়া একটি এলাকা
ছবি: এএফপি

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রাই’–এর আঘাতে মৃত মানুষের সংখ্যা বেড়ে ৭৫ হয়েছে। আজ রোববার দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি ভিত্তিতে খাবার ও পানি সরবরাহের চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। খবর এএফপির।

গত বৃহস্পতিবার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় রাই। এতে অনেক জায়গায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে তিন লাখের বেশি মানুষ।

জনপ্রিয় পর্যটনকেন্দ্র বোহোলের গভর্নর আর্থার ইয়াপ তাঁর সরকারি ফেসবুক পেজে জানিয়েছেন, রাইয়ের তাণ্ডবে দ্বীপ এলাকাটির বিভিন্ন শহরে ৪৯ জনের মৃত্যু হয়েছে। ১০ জন এখনো নিখোঁজ। আহত হয়েছেন ১৩ জন। বন্যাদুর্গত এ প্রদেশে মৃত মানুষের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, সেখানকার সব শহরের হতাহত হওয়ার খবর এখনো জানা যায়নি। ইয়াপ বলেন, ‘যোগাযোগব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি। ৪৮টি শহরের মধ্যে মাত্র ২১টির মেয়রের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আমরা।’

ইয়াপের তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার ফিলিপাইনের নৌবাহিনীর একটি জাহাজ ত্রাণ নিয়ে বোহোলের উদ্দেশে রওনা করবে।
ঘূর্ণিঝড় রাইয়ের আঘাতে সিয়ারগাও, দিনাগাত ও মিন্দানাও দ্বীপেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও দমকল বাহিনীর হাজারো সদস্যকে মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী প্রকাশিত ছবিতে দেখা গেছে, সিয়ারগাওয়ের জেনারেল লুনা শহরে বিভিন্ন ভবনের ছাদ উড়ে গেছে, মাটিতে বিভিন্ন ধ্বংসাবশেষ পড়ে আছে। বড়দিনকে সামনে রেখে অনেক পর্যটক শহরটিতে জমায়েত হয়েছিলেন।

দিনাগাতের গভর্নর আরলিন বাগ আও গতকাল শনিবার বলেন, রাইয়ের আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা ২০১৩ সালে আঘাত হানা শক্তিশালী ঝড় হাইয়ানের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে।

হাইয়ান হলো ফিলিপাইনে এযাবৎকালের আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ২০১৩ সালে এ ঝড় আঘাত হানার পর ৭ হাজার ৩০০–এর বেশি মানুষ নিহত কিংবা নিখোঁজ হয়।

বর্তমানে ঘূর্ণিঝড় রাইয়ের গতি কমে ঘণ্টায় ১৫০ কিলোমিটার হয়েছে। ঝোড়ো আবহাওয়ার কারণে টানা বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ঝড়টি দক্ষিণ চীন সাগর হয়ে ভিয়েতনামের দিকে এগিয়ে যাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি ফিলিপাইন। প্রতিবছর দেশটিতে গড়ে ২০টি ঝড় আঘাত হানে।