হংকংয়ে অ্যাপল ডেইলির আরেক সাংবাদিক আটক

সরকার সম্পত্তি জব্দ করায় অর্থসংকটের মুখে বন্ধ হয়ে যাওয়া অ্যাপল ডেইলির সবশেষ সংখ্যা হাতে কর্মীরা। ২৪ জুন, হংকংয়ে।
ছবি: রয়টার্স

চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলি নিয়ে আলোচনা কিছুতেই থামছে না। সরকারি দমনপীড়নের মুখে ইতিমধ্যে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে গেছে। আটক হয়েছেন মালিক, প্রধান সম্পাদকসহ কয়েকজন সাংবাদিক। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন ফুং ওয়েই-কং। তিনি বন্ধ হয়ে যাওয়া অ্যাপল ডেইলির একজন সম্পাদক ও কলামিস্ট। স্থানীয় সময় রোববার রাতে হংকং বিমানবন্দর থেকে আটক হয়েছেন ফুং।

আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতেই হংকং বিমানবন্দর থেকে ফুং ওয়েই-কংকে আটক করেছে পুলিশ। হংকং পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে আটকের তথ্য জানানো হয়েছে। তবে আটক হওয়া ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। শুধু বলা হয়েছে, বিমানবন্দর থেকে আটক হওয়া ব্যক্তির বয়স ৫৭ বছর। তাঁর বিরুদ্ধে নতুন পাস হওয়া জাতীয় নিরাপত্তা আইনের আওতায় বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তদন্ত চলছে।

তবে পুলিশ নাম জানালেও সাউথ চায়না মর্নিং পোস্ট ও সিটিজেন নিউজ বলছে, আটক ব্যক্তি ফুং ওয়েই-কং। হংকং ছেড়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে জাতীয় নিরাপত্তা আইনে বিমানবন্দর থেকে আটক হয়েছেন তিনি। জ্যেষ্ঠ একজন সাংবাদিককে আটকের এ ঘটনায় নিন্দা জানিয়েছে হংকং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এইচকেজেএ)। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, সাংবাদিকদের ওপর এমন দমনপীড়ন বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার বিরোধী।

আরও পড়ুন

হংকংয়ে চীনা ভাষায় প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় ও পুরোনো ট্যাবলয়েড অ্যাপল ডেইলি। প্রায় ২৬ বছর ধরে প্রকাশ হয়ে আসছিল পত্রিকাটি। বেইজিংয়ের বিরুদ্ধে গিয়ে সংবাদপত্রটি দীর্ঘদিন ধরে সেখানকার গণতন্ত্রপন্থীদের সমর্থন জুগিয়ে এসেছে। চীন ও হংকং প্রশাসনের তীব্র সমালোচনার জন্য আলোচনায় ছিল এটি।
অ্যাপল ডেইলির ওপর একের পর এক আঘাত এসেছে। ১৭ জুন ভোরে অ্যাপল ডেইলির কার্যালয়ে নজিরবিহীন তল্লাশি চালায় হংকং পুলিশ। এতে হংকং পুলিশের ৫০০ সদস্য অংশ নেন। জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয় সংবাদপত্রটির প্রধান সম্পাদক রায়ান ল ও প্রধান নির্বাহী কর্মকর্তা চিওয়ং কিম-হাংসহ পাঁচজনকে।
ওই সময় পুলিশ জানিয়েছিল, ২০১৯ সাল থেকে হংকং ও চীনের বিরুদ্ধে অবরোধ দেওয়ার জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়ে কমপক্ষে ৩০টি নিবন্ধ প্রকাশ করেছে অ্যাপল ডেইলি। এ জন্য অভিযান চালিয়ে আটক করা হয়েছে সংশ্লিষ্টদের।

আরও পড়ুন

প্রতিবেদন প্রকাশের দায়ে হংকংয়ের নতুন জাতীয় নিরাপত্তা আইনের অধীনে সেটিই ছিল গ্রেপ্তারের প্রথম ঘটনা। এরপর আটক করা হয় অ্যাপল ডেইলির কলামিস্টকে। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি লি পিং নামে সংবাদপত্রটিতে কলাম লিখতেন। তাঁর বিরুদ্ধে ‘বিদেশি শক্তির সঙ্গে মিলে চক্রান্ত করার’ অভিযোগ আনা হয়েছে।

একই সঙ্গে হংকং কর্তৃপক্ষ অ্যাপল ডেইলির ২৩ লাখ মার্কিন ডলারের সম্পত্তি জব্দ করে। এ কারণে তীব্র অর্থসংকটে পড়ে সংবাদপত্রটি। কর্তৃপক্ষ জানায়, তাদের হাতে যে পরিমাণ নগদ অর্থ আছে তা দিয়ে কয়েক সপ্তাহ কার্যক্রম চালানো যাবে। এরপর বন্ধ হয়ে যাবে কর্মীদের বেতন-ভাতা। অর্থসংকটের মুখে এর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। আশঙ্কা সত্যি করে গত সপ্তাহে অর্থসংকটের জেরে বন্ধ হয়ে যায় সংবাদপত্রটি।

আরও পড়ুন

গত বুধবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় সংবাদপত্রটির মালিক প্রতিষ্ঠান নেক্সট ডিজিটালের কর্তৃপক্ষ ওই দিন মধ্যরাত থেকেই সব কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। সরকারের তরফ থেকে সম্পত্তি বাজেয়াপ্ত করায় অর্থসংকটের মুখে বন্ধ হয়ে যায় সংবাদপত্রটি। পরদিন প্রকাশিত হয় অ্যাপল ডেইলির সবশেষ সংখ্যা। বন্ধ হয়ে যায় এর অনলাইন সংস্করণও।
হংকংয়ে অ্যাপল ডেইলি বন্ধ হয়ে গেলেও তাইওয়ানে একই মালিকানাধীন অ্যাপ্লাই ডেইলির অনলাইন কার্যক্রম চালু রেখেছে নেক্সট ডিজিটালের কর্তৃপক্ষ। তবে বন্ধ রয়েছে অ্যাপ্লাই ডেইলির ছাপা সংখ্যার প্রকাশ। প্রথম প্রকাশের ১৮ বছর পর তাইওয়ানে এটির প্রকাশনা বন্ধ হয়েছে।

হংকং ও তাইওয়ানে যথাক্রমে অ্যাপল ও অ্যাপ্লাই ডেইলির মালিক একজনই, জিমি লাই। হংকংয়ের এ মিডিয়া টাইকুন গণতন্ত্রপন্থী হিসেবে পরিচিত। গত বছর বিদেশি শক্তিগুলোর সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তার করতে অ্যাপল ডেইলির হংকং কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় লাইকে। গণতন্ত্রপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার দায়সহ বিভিন্ন অভিযোগে গত ডিসেম্বর থেকে কারাভোগ করছেন তিনি।