বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি পথ সুয়েজ খাল। মিসরের এ খাল ভূমধ্যসাগরের সঙ্গে লোহিত সাগরকে যুক্ত করেছে। সুয়েজ খাল ১৯৩ কিলোমিটার বা প্রায় ১২০ মাইল লম্বা। এ খালের কারণে ইউরোপ-আমেরিকাগামী বাণিজ্য জাহাজগুলোর পথ অনেকটাই কমে এসেছে। ১৮৬৯ সালের ১৭ নভেম্বর সুয়েজ খাল জাহাজ চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।
শুরু হয় ভেলভেট বিপ্লব
সময়টা ১৯৮৯ সালের ১৭ নভেম্বর। চেকোস্লোভাকিয়ার (বর্তমানে চেক প্রজাতন্ত্র) প্রাগে শুরু হয় তুমুল ছাত্র আন্দোলন। এটা ইতিহাসে ভেলভেট বিপ্লব নামে পরিচিত। এ বিপ্লব ছিল সেখানকার কমিউনিস্ট শাসকদের বিরুদ্ধে।
মাউস আবিষ্কার
মাউস কিন্তু ইঁদুর নয়। অবাক হচ্ছেন? বলছি, কম্পিউটার মাউসের কথা। ১৯৭০ সালের এই দিনে মাউসের পেটেন্ট পান মার্কিন উদ্ভাবক ডগলাস অ্যাঞ্জেলবার্ট।
গভর্নর হন আর্নল্ড শোয়ার্জেনেগার
হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগার। ‘টার্মিনেটর’, ‘ফিউবার’খ্যাত এই তারকা অভিনয়জগৎ ছেড়ে রাজনীতিতে এসেছেন, খ্যাতিও পেয়েছেন। ২০০৩ থেকে ২০১১ সাল—দুই দফায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন আর্নল্ড। ২০০৩ সালের এই দিনে প্রথমবার গভর্নরের দায়িত্ব পান তিনি।