চীনের পরমাণু ইউনিটের প্রধানকে সরিয়ে দিলেন সি

পারমাণবিক অস্ত্রের প্রধানকে সরিয়ে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
ফাইল ছবি

চীনের পরমাণু অস্ত্র ইউনিটের প্রধান জেনারেল লি ইউচাওকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্সের প্রধান ছিলেন। নৌবাহিনীর সাবেক উপপ্রধান ওয়াং হুবিনকে এই পদে নতুন করে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং। তাঁর সহকারী করা হয়েছে সু সিসেনকে।

জেনারেল লি ইউচাও ও তাঁর সহযোগী কয়েক মাস ধরে ‘লোকচক্ষুর আড়ালে’ রয়েছেন। এর মধ্যেই তাঁদের অপসারণের ঘোষণা এল। এক দশকের মধ্যে চীনের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদলের ঘটনা এটি।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ন্যাশনাল সিকিউরিটি ও ফরেন পলিসির ফেলো লিলি মরিস বলেন, এটি খুবই উল্লেখযোগ্য রদবদল। এর মাধ্যমে বোঝা যায়, কয়েক দশকের মধ্যে পারমাণবিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে চীন।

লিলি মরিস আরও বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং নজিরবিহীনভাবে পিএলএর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তার অর্থ এটা নয়, তিনি পূর্ণ ক্ষমতা কুক্ষিগত করতে পেরেছেন। বাহিনীর শীর্ষ পদের দুর্নীতি নিয়ে তিনি উদ্বিগ্ন। এ ছাড়া দলের মধ্যে পরিপূর্ণ আনুগত্য এখনো অর্জন করা সম্ভব হয়নি বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

জেনারেল লি ও তাঁর সহযোগী কোথায় আছেন, সে বিষয়ে বেইজিং কিছু জানায়নি। তবে গত সপ্তাহে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এই দুই শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে।

আজ ১ আগস্ট মঙ্গলবার পিএলএর ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এর আগেই ওয়াং হুবিন ও সু সিসেনকে নতুন পদে দায়িত্ব দেওয়ার ঘোষণা এল। এর ফলে তাঁরা দুজনেই লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন। চীনের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ এটি।

আরও পড়ুন

গত সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে কিন গ্যাংকে সরিয়ে দেওয়া হয়। এক মাসের বেশি সময় ধরে লোকচক্ষুর অন্তরালে আছেন তিনি।