গণতন্ত্র-স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি চীন: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক বিরোধপূর্ণ
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণতন্ত্র ও স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি চীন।

আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জন র‍্যাটক্লিফ চীন নিয়ে এই মন্তব্য করেছেন।

‘ওয়াল স্ট্রিট জার্নাল’ পত্রিকায় ৩ নভেম্বর একটি নিবন্ধ লিখেছেন র‍্যাটক্লিফ। মতামতধর্মী নিবন্ধটির শিরোনাম ‘চীন জাতীয় নিরাপত্তার ১ নম্বর হুমকি’।

র‍্যাটক্লিফ বলেন, ‘বিশ্ব পুনর্নির্মাণ ও আধিপত্য বিস্তারে বেইজিংয়ের প্রচেষ্টা প্রতিহত করাটা আমাদের প্রজন্মের জন্য চ্যালেঞ্জ।’

র‍্যাটক্লিফের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদের প্রস্তুতি নিচ্ছে চীন। তারা রাশিয়ার জায়গা নিয়ে নিয়েছে।

মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক বলেন, তাঁরা এ ব্যাপারে পরিষ্কার যে বেইজিং অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে, বাকি বিশ্বকে কর্তৃত্ব করতে চায়।

র‍্যাটক্লিফ বলেন, যুক্তরাষ্ট্রের গোপনীয় বিষয়গুলো চুরি করে চীন তার শক্তি বৃদ্ধি করছে। পরে তারা বাজারে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করছে।

অবশ্য র‍্যাটক্লিফের আগে যুক্তরাষ্ট্রের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও চীন নিয়ে প্রায় একই ধরনের মন্তব্য করেছেন।

র‍্যাটক্লিফের বক্তব্যের বিষয়ে চীন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক সবচেয়ে বাজে পর্যায়ে পৌঁছেছে। বাণিজ্যসহ নানা বিষয়ে বেইজিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

বিশ্বে করোনাভাইরাসের বিস্তারের জন্য চীনকে বারবার দায়ী করে আসছেন ট্রাম্প।