‘যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে’

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের মন্তব্যের বিষয়ে চীন কড়া প্রতিক্রিয়া জানিয়েছে
ছবি: রয়টার্স

চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান–বিষয়ক কার্যালয় বলেছে, যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে।

গতকাল সোমবার চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান–বিষয়ক কার্যালয় এ মন্তব্য করে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তাইওয়ানে চীন সামরিক হামলা চালালে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে চীনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট বাইডেন তাঁর এশিয়া সফরের অংশ হিসেবে এখন জাপানে রয়েছেন। সেখানে তিনি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তাইওয়ানের অবস্থা ইউক্রেনের মতো হলে চীনকে রাশিয়ার মতো মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন

বাইডেনের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানায় চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান-বিষয়ক কার্যালয়। কার্যালয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, চীনকে আটকাতে যুক্তরাষ্ট্র তাইওয়ান কার্ড ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র নিজেই আগুনে পুড়ে যাবে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পূর্বে প্রতিষ্ঠিত নীতি লঙ্ঘন করে, এমন যেকোনো মন্তব্য বা কর্মকাণ্ড বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ঝু ফেংলিয়ান।

তাইওয়ান ইস্যুতে বাইডেনের মন্তব্যের বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল বলেন, নিজস্ব ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় চীনের জনগণের দৃঢ় সংকল্প ও সক্ষমতাকে কেউ অবজ্ঞা করতে পারেন না। বিষয়টি নিয়ে চীন কখনোই আপস করবে না, ছাড় দেবে না। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তাই এটা চীনের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয় নিয়ে বাইরের কারও কথা বলার অধিকার নেই।

আরও পড়ুন

তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। তবে তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মনে করে। তাইওয়ানকে অর্থ ও অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ রয়েছে। তবে চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে যুক্তরাষ্ট্র।