ফ্রান্সের আত্মসমর্পণ, সোভিয়েত ভূমিতে জার্মান অভিযান

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২২ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর হামলার মুখে নিরাপদ আশ্রয়ে ছুটছেন ফরাসিরা
ফাইল ছবি: এএফপি

তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ১৯৪০ সালের ২২ জুন জার্মান বাহিনীর কাছে আত্মসমর্পণ করে ফ্রান্স। নজিরবিহীন চুক্তি করতে বাধ্য হয় ফরাসি বাহিনী। এর ফলে ফ্রান্সের বেশির ভাগ জায়গায় নাৎসি শাসনের সূচনা হয়। এর ঠিক এক বছর পর এদিন বারবারোসা অভিযান শুরু করে এডলফ হিটলারের নাৎসি বাহিনী। হঠাৎ জার্মান বাহিনী সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করে। তবে সোভিয়েত বাহিনী জার্মানদের হটিয়ে দেয়।

প্লুটোর সবচেয়ে বড় চাঁদ আবিষ্কার

সৌরজগতের বামন গ্রহ প্লুটো। এর পাঁচটি চাঁদ বা উপগ্রহ রয়েছে, যার একটির নাম শ্যারন। আকারে সবচেয়ে বড় এটি। ১৯৭৮ সালের এদিনে প্লুটোর শ্যারন আবিষ্কার করেন মার্কিন জ্যোতির্বিদ জেমস ক্রিস্টি ও রবার্ট হ্যারিংটন।

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল

ম্যারাডোনা বাঁ হাত বাড়িয়ে অনেকটা হেডের ভঙ্গিমায় জালে বল জড়ান
ফাইল ছবি

১৯৮৬ সালের ২২ জুন বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। আর্জেন্টিনার ফুটবল তারকা ডিয়েগো ম্যারাডোনা মেক্সিকোয় অনুষ্ঠিত এই ম্যাচের সব আলো কেড়ে নেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতিপথ পাল্টে দেন তিনি। মাঝমাঠে বল পাওয়ার পরই বেশ কয়েকজন ইংলিশ খেলোয়াড়কে এড়িয়ে ডি বক্সে ঢুকে বাঁ হাত বাড়িয়ে অনেকটা হেডের ভঙ্গিমায় জালে বল জড়ান। রেফারি বুঝতে পারেননি এই জাদুকরি গোলে ম্যারাডোনা মাথার জায়গায় হাত ব্যবহার করেছেন। যে গোলের প্রসঙ্গে পরে ম্যারাডোনা নিজেই বলেছিলেন, সেটি ছিল ‘হ্যান্ড অব গড’ বা ‘ঈশ্বরের হাত’। সেই ম্যাচ ২-১ গোলে জিতে সেবার বিশ্বকাপও জিতেছিল আর্জেন্টিনা।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনার সেই গোল ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত বিষয়গুলোর একটি।

যুক্তরাজ্যে জাহাজ ভরে ক্যারিবীয় অভিবাসন

উইন্ডরাশ দিবসের আয়োজনে অভিবাসীদের সঙ্গে কথা বলছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
ছবি: রয়টার্স

জাহাজটির নাম ‘এম্পায়ার উইন্ডরাশ’। ক্যারিবীয় অঞ্চল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এ জাহাজের গন্তব্য যুক্তরাজ্যের লন্ডন। ক্যারিবীয় অঞ্চল থেকে হাজারো অভিবাসনপ্রত্যাশী এ জাহাজে চেপে ব্রিটিশ উপকূলে পৌঁছান ১৯৪৮ সালের ২২ জুন। আধুনিক যুক্তরাজ্য গড়ে তুলতে এ জাহাজে করে আসা ক্যারিবীয় অভিবাসীদের ভূমিকা রয়েছে। তাই প্রতিবছর দেশটিতে ২২ জুন উইন্ডরাশ দিবস হিসেবে পালন করা হয়।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন