‘গ্যাংনাম স্টাইলের’ মাইলফলক

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।আজ ৩১ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

দক্ষিণ কোরিয়ার গায়ক-গীতিকার ও র‍্যাপ সংগীতশিল্পী সাই ও তাঁর গ্যাংনাম স্টাইল
ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার গায়ক-গীতিকার ও র‍্যাপ সংগীতশিল্পী সাই তাঁর ‘গ্যাংনাম স্টাইল’ গানের মিউজিক ভিডিও ইউটিউবে আপলোড করেছিলেন ২০১২ সালের জুলাইয়ে। এর পরের ঘটনা ইতিহাস গড়ার। শুধু দক্ষিণ কোরিয়া নয়, বিশ্বজুড়ে তুমুল ঝড় তোলে গ্যাংনাম স্টাইল। সাইয়ের অদ্ভুত এই নাচের স্টাইল বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায়। রাতারাতি মহাতারকা বনে যান সাই। ২০১৬ সালের এই দিনে ইউটিউবে গ্যাংনাম স্টাইল গানের ভিডিওর ভিউ ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে যায়। প্রায় পাঁচ বছর ধরে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিওর স্বীকৃতি ছিল গ্যাংনাম স্টাইলের দখলে।

রাজা ফ্রেডরিকের রাজ্যাভিষেক

প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক ১৭৪০ সালের এই দিনে সিংহাসনে বসেন। পোল্যান্ড ও জার্মানির উত্তরাঞ্চল নিয়ে তাঁর রাজত্ব ছিল। শাসনামলে দ্বিতীয় ফ্রেডরিক বহু যুদ্ধ জিতেছেন। তাঁর হাত ধরে ইউরোপে একটি শক্তিশালী রাজ্য হিসেবে প্রুশিয়ার আত্মপ্রকাশ ঘটেছিল।

ক্ষমতায় বসেন ফারাও রামেসিস

প্রাচীন মিসরের অন্যতম প্রভাবশালী ফারাও সম্রাট দ্বিতীয় রামেসিস। টানা ৬৬ বছর রাজত্ব করেছিলেন তিনি। ১২৭৯ খ্রিষ্ট পূর্বাব্দের এই দিনে তিনি মিসরের ফারাও বা শাসনকর্তা হয়েছিলেন। তাঁর শাসনামলে মিসরে অসংখ্য বড় বড় ভাস্কর্য তৈরি করা হয়েছিল। এসব স্থাপত্য প্রাচীন মিসরের অনন্য নজির হয়ে রয়েছে।

প্রাচীন মিসরের ফারাও দ্বিতীয় রামেসিসের প্রতিকৃতি
ছবি: রয়টার্স

ইলেকট্রিক ট্রেনের প্রথম প্রদর্শনী

বিশ্বজুড়ে গণপরিবহন হিসেবে ইলেকট্রিক ট্রেনের জনপ্রিয়তা দারুণ। ১৮৭৯ সালের এই দিনে প্রথমবারের মতো ইলেকট্রিক ট্রেন দেখে বিশ্ববাসী। জার্মানির বার্লিনের বাণিজ্য মেলায় প্রদর্শন করা হয় ট্রেনটি। বিশেষ ওই ট্রেন তৈরি করেছিলেন জার্মান প্রকৌশলী ওয়ার্নার ভন সিমেন্স।

গণপরিবহন হিসেবে ইলেকট্রিক ট্রেন বেশ জনপ্রিয়
প্রতীকী ছবি: রয়টার্স

পেটেন্টের আবেদন কর্নফ্লেক্স

সকালের নাশতায় এক বাটি কর্নফ্লেক্স অনেকেরই ভীষণ প্রিয়। বিশেষত স্বাস্থ্যসচেতন মানুষদের পছন্দের খাবার এটি। ১৮৯৫ সালের এই দিনে কর্নফ্লেক্সের পেটেন্ট চেয়ে আবেদন করেন মার্কিন চিকিৎসক জন হারভে কেলগ। স্বাস্থ্যকর খাবার নিয়ে দীর্ঘদিন গবেষণার পর পুষ্টিকর কর্নফ্লেক্স উদ্ভাবন করেন তিনি। বিভিন্ন ধরনের দানাশস্যের মিশেলে এই খাবার বানানো হয়। খেতে হয় দুধ দিয়ে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন