রুশ চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার পরই শীর্ষ বিজ্ঞানী হাসপাতালে
রাশিয়ার লুনা-২৫ মহাকাশযানের চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় দেশটির সংশ্লিষ্ট এক শীর্ষস্থানীয় বিজ্ঞানী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এই রুশ বিজ্ঞানীর নাম মিখাইল মারোভ (৯০)। লুনা-২৫ মহাকাশযানের চন্দ্রাভিযান ব্যর্থ হলে তাঁর স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে। এ অবস্থায় তাঁকে গত শনিবার হাসপাতালে নেওয়া হয়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এ তথ্য জানায়।
৪৭ বছরের মধ্যে সম্প্রতি প্রথমবারের মতো চন্দ্রাভিযান পরিচালনা করেছিল রাশিয়া। এই অভিযান নিয়ে রুশদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছিল। তবে শনিবার দুর্ঘটনার মধ্য দিয়ে অভিযানটি ব্যর্থ হয়। রুশ মহাকাশ সংস্থা রসকসমস জানায়, লুনা-২৫ চাঁদে বিধ্বস্ত হয়েছে।
লুনা-২৫ মহাকাশযানের চন্দ্রাভিযানে কাজ করা শীর্ষস্থানীয় রুশ পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানীদের একজন মিখাইল। অভিযানের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাশিয়ার রাজধানী মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।
জ্যোতির্বিজ্ঞানী মিখাইল সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাটির মাত্রা তাঁর জন্য মারাত্মক ছিল, যা তাঁর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।
হাসপাতালে সাংবাদিকদের মিখাইল বলেন, ঘটনাটি দুশ্চিন্তার। এটা জীবনেরই একটা অংশ। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
এর আগে ১৯৭৬ সালে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সেটির নাম ছিল লুনা-২৪। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটাই (লুনা-২৫) ছিল রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান।
সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানেও কাজ করার অভিজ্ঞতা আছে মিখাইলের। তিনি লুনা-২৫-এর মিশনকে তাঁর কাজের চূড়ান্ত পরিণতি হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মিশনটি ব্যর্থ হলো।
ব্যর্থ মিশন সম্পর্কে মিখাইল বলেন, এটি দুঃখজনক যে চাঁদে অবতরণ করা সম্ভব হয়নি। তাঁর জন্য রুশ চন্দ্রাভিযানের পুনরুজ্জীবন দেখার শেষ আশা ছিল এই মিশন।
মিখাইল বলেন, তিনি আশা করছেন, লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার পেছনের কারণ যথাযথভাবে খতিয়ে দেখা হবে। এ নিয়ে আলোচনা হবে।