ইউক্রেনের যুদ্ধবিমানের পাইলটদের প্রশিক্ষণ দেবে ফ্রান্স

এমানুয়েল মাখোঁ
ছবি: রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গতকাল সোমবার বলেছেন, ইউক্রেনের যুদ্ধবিমানের পাইলটদের প্রশিক্ষণের জন্য তাঁর দেশের দরজা খোলা রয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলার পর দ্বিতীয় দফায় প্যারিস সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর সফরের পরদিন মাখোঁ এ কথা বলেন।

আরও পড়ুন

টিএফওয়ান সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, ইউরোপীয় বেশ কয়েকটি দেশ ইউক্রেনের যুদ্ধবিমানের পাইলটদের প্রশিক্ষণ দেবে। তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমেরিকানদের সঙ্গেও এ নিয়ে আলোচনা চলছে।’

ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, এ প্রশিক্ষণ এখন থেকেই শুরু হবে। তবে এ নিয়ে তিনি বিস্তারিত জানাননি।

কয়েক মাস ধরে চলা অচলাবস্থার পর রাশিয়ার দখলকৃত এলাকা পুনরুদ্ধার করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। যুদ্ধের জন্য প্রস্তুত করতে সেনাদের সহায়তা দিচ্ছে ইউক্রেন।

গত রোববার রাতে নৈশভোজে অংশ নেন মাখোঁ ও জেলেনস্কি। অস্ত্রের মজুত বাড়াতে ইউক্রেনের নেতা ইউরোপের বেশ কয়েকটি দেশে ভ্রমণ করেছেন।

আরও পড়ুন

যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহে ফ্রান্স এএমএক্স-টেনআরসিসহ ১০টি সাঁজোয়া যান, হালকা ট্যাংক ও সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেবে। তবে টিএফওয়ানকে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে আর কিছু জানাতে রাজি হননি মাখোঁ। তিনি বলেন, ‘আমরা আরও গোলাবারুদ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি।’

ফ্রান্সও ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ ও সামরিক যান রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনকে সহায়তা করতে চায় ফ্রান্স।

আরও পড়ুন