কৃষ্ণসাগরে রুশ নৌবহরের সদর দপ্তরে হামলায় বেশ কয়েকজন হতাহত, দাবি ইউক্রেনের

স্যাটেলাইট ছবিতে সেভাস্তোপোলে রুশ নৌবহরের ওপর হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে, ২২ সেপ্টেম্বর
ছবি: রয়টার্স

সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনী। তাদের দাবি, হতাহত ব্যক্তিদের মধ্যে রুশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে।

রুশ বাহিনীর বিরুদ্ধে গত জুনে পাল্টা-আক্রমণ শুরু করেছে ইউক্রেন। এর পর থেকে ক্রিমিয়া উপদ্বীপকে নিশানা করে আসছে ইউক্রেনীয় বাহিনী। তবে সাম্প্রতিক সময়ে সেখানকার সামরিক স্থাপনায় হামলা বেড়েছে। গতকাল শুক্রবার ইউক্রেনের বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনী রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া উপদ্বীপে দেশটির কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে হামলা চালায়।

আজ টেলিগ্রামে বিশেষ অভিযান বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়, হামলার সময় রাশিয়ার নৌবহরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলছিল। হামলায় ওই বহরের জ্যেষ্ঠ নেতৃত্বসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

তবে রাশিয়ার কৃষ্ণসাগর নৌ বহরের ওপর চালানো ওই হামলায় সুনির্দিষ্ট করে কতজন নিহত হয়েছেন, তার বিস্তারিত তথ্যপ্রমাণ দেয়নি ইউক্রেন।

আরও পড়ুন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুধু বলেছে, গতকাল শুক্রবারের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে এক রুশ সেনা নিখোঁজ।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নেয়। এই উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তর অবস্থিত। রাশিয়ার দখল থেকে ক্রিমিয়া পুনরুদ্ধারের অঙ্গীকার করেছে ইউক্রেন। সম্প্রতি উপদ্বীপটিতে হামলা জোরদার করেছে কিয়েভ।