সীমান্ত থেকে ‘ইউক্রেনের নাশকতাকারীদের’ হটানোর দাবি রাশিয়ার

রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলের পশ্চিম প্রান্তে স্তারোদাবস্কি এলাকাটির অবস্থান
ছবি: এএফপি ফাইল ছবি

রাশিয়ার নিরাপত্তা বাহিনী এফএসবি বলেছে, ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে দেশটির চার যোদ্ধা রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। তাঁদের পিছু হটে যেতে বাধ্য করা হয়েছে। গতকাল বুধবার এফএসবির দেওয়া বিবৃতির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থাগুলো এ কথা জানিয়েছে।

এর এক দিন আগে ব্রিয়ানস্ক অঞ্চলে ইউক্রেনীয়দের অনুপ্রবেশ ঠেকানো হয়েছে বলে মস্কো জানিয়েছিল। ব্রিয়ানস্ক অঞ্চলে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে।

এফএসবির বিবৃতিতে বলা হয়, ব্রিয়ানস্ক অঞ্চলের স্তারোদাবস্কি সীমান্তে রুশ ফেডারেশনের এফএসবি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাহিনীগুলো রাশিয়ায় অনুপ্রবেশের চেষ্টাকারীদের প্রতিহত করেছে। চার নাশকতাকারীকে হটানো হয়েছে।

আরও পড়ুন

ব্রিয়ানস্ক অঞ্চলের পশ্চিম প্রান্তে অবস্থিত স্তারোদাবস্কি এলাকাটি মস্কোর মিত্রদেশ বেলারুশের সীমান্ত থেকে খুব একটা দূরে নয়।

এফএসবির দাবি, ইউক্রেনীয়দের ওই দলের কাছে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক যন্ত্র ছিল। তারা রাশিয়ার ভূখণ্ডে উসকানি ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।

গত জুনে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বড় ধরনের হামলা হয়। ওই হামলায় ড্রোন ও গোলা ব্যবহার করা হয়েছিল। এ হামলার ঘটনায় রাশিয়ার সীমান্ত প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইউক্রেন বরাবরই এসব হামলার দায় অস্বীকার করে আসছে। তাদের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতাকারী কোনো রুশ গোষ্ঠীই এসব হামলা চালিয়েছে।

আরও পড়ুন