‘পোলিশদের হেয় করবেন না’, জেলেনস্কিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেন থেকে শস্য আমদানি বন্ধ রাখার সিদ্ধান্তে দেশটির সঙ্গে পোল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি জাতিসংঘে পোল্যান্ডের সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার জেলেনস্কিকে হুঁশিয়ারি দিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেন, ‘আর কখনো পোলিশ জনগণকে হেয় করবেন না।’

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন সহায়তা দিয়ে বরাবরই ইউক্রেনের পাশে রয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। দেশের বাজারে শস্যের দাম অনেক বেশি কমে গিয়ে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন—এ চিন্তা থেকে পোল্যান্ড সরকার ইউক্রেন থেকে শস্য আমদানি বন্ধ রেখেছে।

আরও পড়ুন

তবে পোল্যান্ডের এমন সিদ্ধান্তে নাখোশ হয়েছেন জেলেনস্কি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেন থেকে শস্য রপ্তানি ঠেকাতে কৃষ্ণসাগরে অবরোধ দিয়ে রেখেছে রাশিয়া। এ পরিস্থিতিতে রপ্তানি অব্যাহত রাখতে বিকল্প স্থলপথের সন্ধানে রয়েছে কিয়েভ। এখন পোল্যান্ডের এমন সিদ্ধান্ত ইউক্রেনের শস্য খাতে রাশিয়ার উদ্দেশ্য পূরণ করবে বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি।

জেলেনস্কির এমন মন্তব্যের পাল্টা জবাবে গতকাল শুক্রবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি এক নির্বাচনী সভায় বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলতে চাই, আর কখনো পোলিশ জনগণকে হেয় করবেন না। সম্প্রতি আপনি জাতিসংঘে দেওয়া ভাষণে এই চেষ্টা করেছেন।’

আরও পড়ুন

এর আগে গতকালই পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, পোল্যান্ড ও ইউক্রেনের মধ্য দারুণ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। শস্য আমদানি নিয়ে মতভেদ এই সম্পর্কে প্রভাব ফেলবে না। বর্তমানে দ্বিপক্ষীয় সম্পর্কে সাময়িক উত্তেজনা দেখা দিলেও দ্রুত তা কমে আসবে।

ইউক্রেনের সঙ্গে উত্তেজনা প্রশমনের চেষ্টা হিসেবে প্রেসিডেন্ট দুদার এমন মন্তব্য করার দিনই পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি ভিন্ন সুরে কথা বললেন। এমনকি প্রধানমন্ত্রী মাতেউস এ–ও জানিয়ে দিয়েছেন, শস্য–বাণিজ্য নিয়ে চলমান বিরোধের মধ্যে পোল্যান্ড আর ইউক্রেনে অস্ত্র পাঠাবে না।

আরও পড়ুন